বিবি ডেস্ক : কোভিড পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাড়তি নোট ছাপবে না কেন্দ্র। সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
করোনার কারণে বিধ্বস্ত আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য বাড়তি নোট ছাপার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ধণ নয় মানুষের হাতে নগদ টাকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। কিন্তু, শেষ হাঁটবে না কেন্দ্র বলেই সংসদে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।
নির্মলা সীতারমন বলেন, ‘‘ অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি শক্তি সঞ্চয় করে নিজের জায়গায় ফিরছে।’’
আত্মনির্ভর ভারতের ভূমিকা
কোভিড বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আত্মনির্ভর ভারত অভিযানের ভূমিকার কথাও উল্লেখ কলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘‘ এই প্রকল্পের আওতায় একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র। যাতে বরাদ্দ করা হয়েছিল ২৯.৮৭ লক্ষ কোটি টাকা।’’ অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য এই অর্থবরাদ্দ করা হয়েছিল।
বাজেটেও কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।মূলধন ব্যয় ৩৪. শতাংশ এবং স্বাস্থ্যখাতে ব্যয় ১৩৭ শতাংশ বৃদ্ধির জন্য পদক্ষেপ নেয় মোদী সরকার।
সূত্র : খবর অনলাইন