ভারতের জিডিপি হ্রাসের পূর্বাভাস, ৬ শতাংশ বৃদ্ধির অনুমান করছে ফিচ
এক দিকে উচ্চহারে মূল্যবৃদ্ধি। অন্য দিকে, বিশ্ব জুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার বৃদ্ধি। ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতের জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আরও কিছুটা কমিয়ে দিল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ।
রিপোর্ট অনুযায়ী, এর আগে চলতি আর্থিক বছরে ভারতের ডিডিপি বৃদ্ধির আনুমানিক হার নির্ধারণ করা হয়েছিল ৬.২ শতাংশ। সেটাই এ বার কমিয়ে ৬ শতাংশে নিয়ে এল ফিচ। একই সঙ্গে বলা হয়েছে, ২০২৪-২৫ সালে ভারতের অর্থনীতি আনুমানিক হার যেখানে ৬.৯ শতাংশ অনুমান করা হয়েছিল, সেটা হতে পারে ৬.৭ শতাংশ।
ভারতের "স্থিতিস্থাপক বিনিয়োগের সম্ভাবনা"য় প্রভাবিত হয়ে ফিচ আশা করছে, ভারত হবে দ্রুততম বর্ধনশীল সার্বভৌম দেশগুলির মধ্যে একটি। তবে একই সঙ্গে সংস্থাটি আরও বলেছে, এই বছর প্রবৃদ্ধি ২০২২-২৩ সালে প্রত্যাশিত ৭ শতাংশের চেয়ে কম হবে।
নিজের রিপোর্টে ফিচ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আশা প্রকাশ করেছে যে এটি ২০২৩-২৪ সালে ভারতের ...