মারুতি সুজুকির পর টাটা মোটরস, গাড়ির দাম বাড়াচ্ছে নতুন বছরে
বিবি ডেস্ক: বছর ঘুরলেই যাত্রীবাহী গাড়ির (passenger vehicle) দাম বাড়াতে চলেছে টাটা মোটরস (Tata Motors)। আগামী মাস থেকে দাম বাড়ানোর কারণ হিসেবে সংস্থার এক শীর্ষকর্তা বলেন, নির্দিষ্ট মডেলগুলিকে কঠোর নির্গমন (emission) নিয়মগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্যই এই পদক্ষেপ। যা আগামী বছরের ১ এপ্রিল থেকে শুরু হবে।
কী কারণে দাম বাড়ানোর ভাবনা
পিটিআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে টাটা মোটরসের যাত্রীবাহী যান এবং বৈদ্যুতিক যান বিভাগের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেছেন, মূল্য সংশোধন পণ্যের দামের প্রভাবকেও অফসেট করবে, যা বছরের বেশিরভাগ সময় ধরে উঁচুতে রয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটারির দাম বেড়েছে, কিন্তু তার প্রভাব বাজারে পড়েনি। তাঁর কথায়, "সুতরাং আমরা পণ্যের দামের ক্ষেত্রে অবশিষ্ট প্রভাবের কিছু অবশিষ্টাংশের ভিত্তিতে এই বৃদ্ধির মূল্যায়ন করছি। ব্যাটারির দাম এবং নতুন নিয়মগুলিও বৈদ্যুতিক...