জেনে নিন ইয়েস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল ছাড়া আর কোন স্টকগগুলি নজরে থাকবে

বিবি ডেস্ক : আজ যে ১০টি স্টক নজরে থাকবে তার তালিকা নিচে দেওয়া হল।

ইয়েস ব্যাঙ্ক : গত কয়েক সপ্তাহ ধরে ইয়েস ব্যাঙ্ক বিনিয়োগকারীদের নজরে রয়েছে। আজ মঙ্গলবারও নজরে থাকবে এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারে। কারণ, আজ ব্যাঙ্কের বোর্ড পূর্বনির্ধারিত বৈঠকে বসছে, তহবিল সংগ্রহের বিষয়টি চূড়ান্ত করতে।

এইচডিএফসি: সোমবার বাজার বন্ধের পরই সংস্থাটি জানায় তারা এইচডিএফসি ক্রেডিলিয়া ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেডের বাকি ৯.১২শতাংশও নিয়ে নেবে। এই সংস্থাটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফাইনান্স করে থাকে। এর আগে এইডিএফসি সংস্থাটির ৯৯.৮৮ শতাংশ শেয়ার নিয়েছিল।

ভারতী এয়ারটেল : মাশুল বাড়িয়ে ২০১২-এর লাভের মুখ দেখতে পারে সংস্থাটি।

হিরোমোটোক্রোপ : সোমবার বাজার শেষে সংস্থাটি জানায় ১জানুয়ারি থেকে তারা মোটরসাইকেল এবং স্কুটারের দাম বৃদ্ধি করবে। এই ঘোষণা বাজারে প্রভাব ফলতে পারে।

আরআইএল : মাশুল বাড়িয়ে লাভের মুখ দেখতে পারে রিলায়েন্স জিও ইনফোকম। রেটিং এজেন্সিও একে ‘পরিকাঠামো’র দিক থেকে সদর্থক বলে জানিয়েছে।

এছাড়া আরও যে স্টকগুলি নজরে থাকবে সেগুলি হল, কফি ডে এন্ট্রারপ্রাইস, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিসি জুয়েলার্স, কোয়েস ক্রপ (Quess Corp:), এমফাসিস।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.