HF 100: এ মুহূর্তে হিরোর সব থেকে সস্তা মোটরবাইক

নতুন এই মডেলের দাম ৫০ হাজার টাকার মধ্যেই!

বিবি ডেস্ক: হিরো এইচএফ ১০০ (Hero HF 100) ভারতে চালু হয়ে গিয়েছে। হিরো মোটোকর্প চুপচাপ ভারতে জনপ্রিয় এই বাইকের একটি আপডেট হওয়া মডেল বাজারে নিয়েছে। নতুন এই মডেলের দাম ৫০ হাজার টাকার মধ্যেই রেখেছে সংস্থা।

এটির দাম ৪৯,৪০০ টাকা (দিল্লিতে এক্স-শোরুম)। যা এখন সংস্থার সব থেকে সাশ্রয়ী মূল্যের মডেল। এটি হিরোর এইচএফ ডিলাক্সের নীচের মডেল। প্রতিদ্বন্দ্বীদের বিচারে এটি বাজাজ সিটি ১০০ (Bajaj CT100)-র সঙ্গে তুলনীয়। বাজাজ সিটি ১০০-র দাম ৪৪,৮৯০ টাকা (দিল্লিতে এক্স-শোরুম)।

এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য

*বর্তমানে হিরো এইচএফ একটি মাত্র রঙে পাওয়া যাচ্ছে। এটাতে রয়েছে কালোর সঙ্গে লাল।

*একটি ৯৭.২ সিসির একক সিলিন্ডার ইঞ্জিন। যা ফুয়েল ইঞ্জেকশনযুক্ত এবং এয়ার কুলড। এটি ৮,০০০ আরপিএম-এ ৭.০১ বিএইচপি উৎপাদন করে এবং পিক টর্কের আউটপুট ৮.০৫ এনএম রেটে ৫,০০০ আরপিএম।

*গিয়ার রয়েছে চারটি।

*মোটরসাইকেলের সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে হাইড্রোলিক শক অ্যাবর্জবার।

*যাত্রীবাহী বাইক হওয়ায় এটির ওজন ১১০ কেজি। ব্রেকিং হার্ডওয়্যার সামনে এবং পিছনে ১৩০ মিমি ড্রাম ইউনিট নিয়ে গঠিত।

*এর মধ্যে হিরোর এক্সসেনস সিস্টেম রয়েছে।

*হিরোর পেটেন্টড আই৩এস বা ইডল-স্টার্ট-স্টপ সিস্টেমটিও দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন: অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা শুরু করুন, এক বছরে কোটিপতি হয়ে উঠবেন!

Be the first to comment

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.