পিএফ অ্যাকাউন্টে ইউএএন নম্বর কী ভাবে অ্যাক্টিভেট করবেন, ইপিএফও জানাল পদ্ধতি …

ইপিএফও পোর্টালে কী ভাবে ইউএএন অ্যাক্টিভেট করবেন? পদ্ধতি বলে দিল ইপিএফও…

বিবি ডেস্ক: আপনি যদি চাকরিজীবী হন, তা হলে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। ইউএএন-এর সাহায্যেই আপনার পিএফ অ্যাকাউন্টের বিশদ বিবরণ সহজে জেনে নিতে পারবেন।

একজন কর্মীর জন্য সারাজীবন একটি ইউএএন নম্বরই কার্যকর থাকে। এটা ১২ সংখ্যার একটি নম্বর। আপনি যদি কর্মক্ষেত্র পরিবর্তনও করেন, সে ক্ষেত্রে নতুন সংস্থায় যোগ দেওয়ার পরেও পুরনো নম্বরটিই রয়ে যাবে। অন্যদিকে ইপিএফও নতুন সদস্যদের জন্য নতুন নম্বর বরাদ্দ করে।

ফলে আপনার কাছে যদি ইউএএন না থাকে অথবা থাকলেও সেটা অ্যাক্টিভেট না হয়ে থাকে, তা হলে অবশ্যই করে নেওয়া দরকার। ইপিএফও টুইট করে সেই পদ্ধতি জানিয়েছে সদস্যদের।

ইপিএফও পোর্টালে কী ভাবে ইউএএন অ্যাক্টিভেট করবেন?

১. প্রথম প্রথম EPFO-র অফিসিয়াল পোর্টাল https://epfindia.gov.in/site_en/-এ যেতে হবে।

২. এবার Our servicees-এ ক্লিক করতে হবে।

৩. এরপরে For Employees-এ ক্লিক করুন।

৪. এরপরে সদস্য Member UAN/online services-এ ক্লিক করুন करना

৫. এ বার ইউএএন পোর্টালে যান। মোবাইল নম্বর এবং পিএফ সদস্য আইডি লিখুন।

৬. এখন Get authorization PIN-এ ক্লিক করুন।

৭. তারপরে পিন নাম্বার আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসবে। ওটিপি দিন।

৮.Validate OTP-তে ক্লিক করুন। এ ভাবেই আপনার ইউএএন অ্যাক্টিভেট হয়ে যাবে।

এক বার ইউএন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে পিএফ ট্রান্সফার, ব্যালান্স চেক এবং টাকা তোলার বিবরণ-সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন অনলাইনে।

আরও পড়তে পারেন: SMS-এ আসা OTP থেকে সাবধান! ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.