বাজাজ অটো নিয়ে এল নতুন প্লাটিনা ১০০ইএস বাইক, দাম কত

বাইকটিতে রয়েছে স্প্রিং-ইন-স্প্রিং সাসপেনশন, যা দীর্ঘ ভ্রমণে আরোহীকে আরাম দেয়।

বাংলা বিজ ডেস্ক: বাজাজ অটো বাজারে নিয়ে এল নতুন প্লাটিনা ১০০ (Platina 100) ইলেকট্রিক স্টার্ট (ES)-এর নতুন সংস্করণ। এটি একটি ১০২ সিসির বাইক।

বিশেষ বৈশিষ্ট্য

সংস্থার দাবি, বাইকটিতে রয়েছে স্প্রিং-ইন-স্প্রিং সাসপেনশন, যা দীর্ঘ ভ্রমণে আরোহীকে আরাম দেয়। এটা আরোহীর পক্ষে আরামদায়ক তেমনই বসার সিটকে দীর্ঘদিন জোরদার রাখে।

চাকায় টিউবলেস টায়ার থাকার কারণে অনভিপ্রেত ঝামেলা থেকেও স্বস্তির আশ্বাস দেয় আরোহীকে।

দাম কত?

বাজাজ অটোর মার্কেটিং প্রধান নারায়ণ সুন্দরারমন একটি বিবৃতিতে বলেছেন, প্লাটিনা ব্র্যান্ডটির এসই ১০ লক্ষেরও বেশি ক্রেতাকে সন্তুষ্ট করেছে। এই বিভাগের শীর্ষস্থানীয় বৈশিষ্ট্যের নমুনা হিসাবে তাঁরা আশ্বস্ত হয়েছেন”।

তাঁর কথায়, নতুন প্লাটিনা 100 ইএস আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর দাম। যা ক্রেতার সাধ্যের মধ্যেই। সংস্থা জানিয়েছে, দিল্লিতে এর এক্স-শোরুম দাম ৫৩,৯২০ টাকা।

আরও পড়তে পারেন: এই ৫টি উপায়ে আপনি আয়কর বাঁচাতে পারেন, জানুন বিস্তারিত

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.