কী ভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা যায়।
বাংলা বিজ ডেস্ক: মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে। এরই মধ্যে দেখে নেওয়া যাক, কী ভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা যায়।
হোয়াটসঅ্যাপ ভারতে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন এবং এখান থেকে যে কোনো ব্যবহারকারীও আপনার ফোন নম্বরের পাশাপাশি প্রোফাইল ফোটো, স্ট্যাটাস দেখে নিতে পারেন।
শুধু তাই নয়, আপনার অনুমতি ছাড়াই আপনাকে কোনো গ্রুপে কেউ যুক্ত করতে পারেন। আজ আপনাকে এমন কিছু বেসিক হোয়াটসঅ্যাপ টিপস বলছি, যার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে।
কে গ্রুপে যোগ করতে পারে
হোয়াটসঅ্যাপে প্রাইভেসি সেটিংসই ঠিক করে দেয় ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কে যুক্ত করতে পারে। অ্যাপটিতে তিনটি বিকল্প রয়েছে, যা কাউকে একটি গ্রুপে বা একটি সংরক্ষিত যোগাযোগের তালিকা এবং প্রাসঙ্গিক যোগাযোগের তালিকার জন্য যুক্ত করতে দেয়।
স্ট্যাটাস কে দেখতে পাবে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর স্ট্যাটাস কারা দেখতে পাবেন, সেটা তিনি নিজেই স্থির করতে পারেন। স্ট্যাটাসের গোপনীয়তা বৈশিষ্ট্যটি অ্যাপ্লিকেশনটির সেটিংস বিভাগ থেকে অ্যাক্সেস করা যায় এবং এখানে ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্টের নির্দিষ্ট ব্যক্তি ওই স্ট্যাটাস দেখতে সক্ষম হবেন। মাই কনট্যাক্টস, মাই কনট্যাক্সটস একসেপ্ট…, অনলি শেয়ার উইথ… তিনটি বিকল্প পাবেন এখানে।
লাস্ট সিন
শেষ কখন আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে দেখা গিয়েছিল, সেটা অন্য ব্যবহারকারীও জেনে যান। অন্যদের থেকে এই লাস্ট সিন আড়াল করা যায়। সেটিংসে গিয়ে লাস্ট সিন আড়াল করে দেওয়া যায়। এটা মাই কনট্যাক্টে সেট করা যায়।
প্রোফাইল পিকচার
অন্যান্য বিকল্পগুলির মতো, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এটাও সম্পূর্ণ ভাবে আড়াল করতে পারেন। মাই কনট্যাক্ট সিলেক্ট করলে শুধু মাত্র নিজের পরিচিতরাই আপনার প্রোফাইল পিচকার দেখতে পাবেন।
অ্যাবাউট
অ্যাবাউট সেকশনেও তিনটি বিকল্প রয়েছে। ব্যবহারকারী নিজের পরিচিতি সবাইকে না দেখাতেও পারেন। এটা সবাইকে দেখানো যেতে পারে, পুরোপুরি আড়াল করা যেতে পারে অথবা সীমাবদ্ধ করা যেতে পারে।