ওয়েববডেস্ক : একনজের দেখে নেওয়া যাক শেয়ার বাজারে আজ কোন স্টগুলি নজরে থাকবে :
ইন্ডাসাইন্ড ব্যাঙ্ক : রেটিং সংস্থা মুডিস ইনভেস্টর সার্ভিস এই ব্যাঙ্ককে সুস্থির অবস্থা থেকে নেগেটিভ অবস্থার রেখেছে। ব্যাঙ্কের সম্পদের মান পড়ে যাওয়ার কারণে এই অবস্থান বদল।
ক্যাডিলা হেলথকেয়ার : এই ফার্মা সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, জেডুয়া ক্যাডিলা মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা থেকে ফলুনসিনোডিন ক্রিম বাজারজাত করা অনুমোদন পেয়েছে। এই ওষুধটি নানা ধরনের ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করা হয়।
গোদরেজ প্রপার্টিস : এই আবাসন সংস্থাটি জানিয়েছে, তারা ভিভরুত ডেভলপার প্রাইভেট লিমিটেডের ২০ শতাংশ ইস্যুড এবং পেডআপ শেয়ার মূলধন নিয়েছে।
ইরকন : সরকারি মালিকাধীন ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ সংস্থাটি অন্তর্বতী ডিভিডেন্ট ঘোষণা করেছে। শেয়ার প্রতি ১৩.৪৫ টাকা।
অশোক লেল্যান্ড : এই বড় গাড়ি নির্মাতা সংস্থা ডিসেম্বর ত্রৈমাসিকে আয়ের হিসাব পেশ করবে আজ।
আইআরসিটিসি : সংস্থাটি আজ তাদের ডিসেম্বর ত্রৈমাসিকে আয়-ব্যয়ের হিসাব পেশ করবে।
হিন্দালকো : আজ সংস্থাটি ডিসেম্বর ত্রৈমাসিকের হিসাব পেশ করবে।
এছাড়া যে শেয়ারগুলি এদিন নজরে থাকবে সেগুলি হল : অ্যাস্টার ডিএম হেলথ, সিন্ডিকেট ব্যাঙ্ক, বিএইচইএল