শুক্রবার শেয়ার বাজারে তালিকা ভুক্ত হয়েছে সেনকো গোল্ডের শেয়ার। শুরুতেই ৩৬ শতাংশ প্রিমিয়াম পেলেন আইপিও-তে বিনিয়োগকারীরা। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে সোনকোর শেয়ার ৪৩১ টাকায় তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪৩০ টাকায় সংস্থাটি ডেবিউ করেছে।
কোম্পানির মোট আইপিও-র পরিমাণ ছিল ৪০৫ কোটি টাকা। নতুন ইস্যুর মাধ্যমে সংস্থাটি বাজার থেকে তুলেছে ২৭০ কোটি টাকা। অন্যদিকে সংস্থার স্টেক হোল্ডাররা অফার সেলে ১৩৫ কোটি টাকার ইকুইটি শেয়ার বেচেছেন।
এই গয়না প্রস্তুতকারক সংস্থার তার আয়কে দুভাগে ভাগ করবে। কার্যকরী মূলধনের জন্ ১৯৬ কোটি টাকা ব্যয় করা হবে। বাকি অবশিষ্ট অংশ কর্পোরেট কাজে খরচ করবে। বিডিং-এর শেষ দিনে কোয়ালিফায়েড ইনস্টুশনাল বায়ার্সরা (Qualified Institutional Buyer)- ব্যাপক হার সাবস্ক্রাইব করেন। তারে জেরে শেয়ার সাবস্ক্রিপশন পায় ৭৩.৩৪ গুণ। QIB বিভাগ থেকে ১৮০ গুণ বেশি সাবস্ক্রাইব করা হয়েছে। খুচরা অংশে ১৫.৪৫ গুণ সাবস্ক্রিপশন করেছেন। এ ছাড়া নন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা (NII) ৬৪.৯৮ গুণ সাবস্ক্রাইব করেছেন।
আরও পডুন: শেয়ার বাজারে ঝড়! এই প্রথম বার ৬৬ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স, কারণ কী
সেনকো দীর্ঘদিন কলকাতার অন্যতম প্রধান গয়না বিক্রিতা। রাজ্যে সংস্থাটির প্রায় ১৩৬টি শোরুম রয়েছে। এ ছাড়া সারা দেশেও অনেক স্টোর রয়েছে সংস্থাটির।
সূত্র: The Economic Times বাংলা