শেয়ার বাজার
নজরে স্টক : ইন্ট্রা গ্লোব অ্যাভিয়েশন, গডফ্রে ফিলিপস, এইচডিএফসি
আজ যে স্টকগুলি নজরে থাকবে।

ওয়েবডেস্ক : আজ যে স্টকগুলি নজরে থাকবে।
এইচডিএফসি : দেশের সবচেয়ে বড় বন্ধকী ঋণদাতা সংস্থা এইচডিএফসি জানিয়েছে, তাদের নিট লাভ চারগুণ বেড়েছে। তৃতীয় ত্রৈমাসিকে তাদের নিট লাভ হয়েছে ৮,৩৭২ কোটি টাকা।
ডিএইচএফএল : বেআইনি ভাবে অর্থ প্রদান এবং অবৈধ তহবিল প্রদান সংক্রান্ত একটি মামলায় সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কপিল ওয়াধায়ানকে গ্রেফতার করেছে ইডি।
ইন্ট্রাগ্লোব অ্যাভিয়েশন : সংস্থার বিমান পরিষেবা ইন্ডিগো ডিসেম্বর ত্রৈমাসিকে কর দেওয়ার পর ৪৯৬ কোটি টাকা লাভ দেখেছে।
মেটাল কোম্পানিগুলি : মেটাল সংস্থাগুলির স্টকের উপর মঙ্গলবার নজর থাকবে, কারণ চিনে নোবেল করোনাভাইরাস প্রকোপ ছড়িয়ে পড়া। চিন বিশ্বের সবচেয়ে বড় ধাতু উপভোক্তা এবং উৎপাদক।
গডফ্রে ফিলিপ্স ইন্ডিয়া : কেকে মোদী গ্রুপ তার অধীনে থাকা একাধিক সংস্থার অংশিদারিত্ব ছেড়ে দিচ্ছে। এর মধ্যে সিগারেট প্রস্তউতকারক সংস্থা গডফ্রে ইন্ডিয়াও রয়েছে। এই সংস্থায় মোদী ও তার পরিবারের ৪৭.০৯ শতাংশ শেয়ার রয়েছে।
মারুতি সুজুকি : দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি গাড়ির দাম বাড়াতে চলেছে। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ২৭ জানুয়ারি থেকে এই বর্ধিত দাম লাগু হয়েছে।
আদানি গ্রিন এনার্জি : আদানির সংস্থা রোজপেটাল সোলার এনার্জি প্রাইভেটে লিমিটেড, মহারাষ্ট্র ইলেকট্রিসিটি বোর্ডের কাছ থেকে ৭০০মেগাওয়াট সোলার-উইন্ড হাইব্রিড প্রোজেক্টের টেন্ডার পেয়েছে।
ইউনাইটেড স্পিরিট : দেশের বৃহত্তম মদ উৎপাদনকারী সংস্থা জানিয়েছে ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের নিট লাভ ৩৫ শতাংশ বেড়েছে।
এছাড়াও যে স্টকগুলি নজরে থাকবে, তারমধ্যে রয়েছে, টোরেন্ট ফার্মা।
আরও পড়ুন :
- এক্স-রে মেশিন আমদানিতে শুল্ক বাড়াল কেন্দ্র, কার্যকর ১ এপ্রিল
- পান মসলা এবং সিগারেটের উপর চাপল জিএসটি সেসের সর্বোচ্চ হার
- সেনসেক্সের শীর্ষ দশে থাকা পাঁচটি সংস্থার বাজার মূলধনে বড়ো পতন
- নিষ্ক্রিয় পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় করবেন কী ভাবে
- আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক আছে কি? জানুন এখানে
সূত্র : লাইভমিন্ট