ওয়েবডেস্ক : আজ যে স্টকগুলি নজরে থাকবে দেখে নিন এক নজরে।
ইনফোসিস : বেঙ্গালুরু ভিত্তিক তথ্য প্রযুক্তি সংস্থা জানিয়েছে, তারা ডেনমার্কে র্স্টাটআপ সংস্থা আনসিলোতে নিজেদের শেয়ার ৫.৭ কোটিতে বেচে দিয়েছে।
টেলিকম সংস্থাগুলি : বুধবার টেলিকম সংস্থাগুলির শেয়ারের উপর নজর থাকতে পারে। মঙ্গলবার বিএসসিতে টেলিকমের বাজার পড়ছিল ৪.১ শতাংশ।
টাটা কফি : সংস্থা হাতে থাকা টাটা কেমিক্যালের ১.৬ লাখ শেয়ার বিক্রির জন্য টাটা কফি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর অনুমোদন দিয়েছে।
আইটি কোম্পানি : মার্কিন সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে নতুন গ্রিন কার্ড নীতির। এর ফলে অভিবাসন আধিকারিকরা চাইলে আইনি আভিবাসীকে গ্রিন কার্ড নাও দিতে পারেন।
মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা ফাইনান্সিয়াল সার্ভিস : সংস্থাটি জানিয়েছে ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের নিট লাভ ১৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৫ কোটি টাকা।
অলকার্গো লজিস্টিক : মাল্টিমোডাল লজিস্টিক ফার্ম গতি লিমিটেডের আরও ৭.৫ শতাংশ শেয়ার কিনে কোম্পানিতে তাদের অংশীদারিত্ব ২০ শতাংশ করেছে।
কেমিক্যাল সংস্থাগুলি : বুধবার রসায়নিক সংস্থাগুলির শেয়ারের উপর নজর থাকবে। কারণ করোনা ভাইরাসের যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কী ব্যবস্থা ব্যবস্থা নেয় সরকার, তা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া যে শেয়ারগুলিতে নজর থাকবে সেগুলি হল, আইআইএএফএল ফিনান্স, কেইআই ইন্ডাস্ট্রি।
সূত্র : লাইভমিন্ট
আরও পড়ুন :