ওয়েবডেস্ক : আজ সোমবার যে স্টকগুলি নজরে থাকবে :
আইসিআইসিআই ব্যাঙ্ক : শুক্রবার এই বেসরকারি ব্যাঙ্কটি জানিয়েছে তাদের লাভ লাফ দিয়ে এক বছরে ১৫৭শতাংশ বেড়েছে। ডিসেম্বর ত্রৈমাসিকের শেষে তাদের নিট লাভ ৪,১৪৬ কোটি টাকা। যা গত বছর ছিল ১,৬০৫টাকা।
জেএসডব্লু স্টিল : দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি স্টিল সংস্থার অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে নিট লাভ হয়েছে ১৮৭ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৮৮ শতাংশ কম। গত বছর লাভ হয়েছিল ১৬০৩ কোটি টাকা।
বজাজ অটো : শুক্রবার দেশীয় গাড়ি নির্মাতা সংস্থা বজাজ অটো লিমিটেড এবং ইংল্যান্ডের গাড়ি নির্মাতা সংস্থা ট্রায়াম্ফ মোটরসাইকেল লিমিটেড একটি চুক্তি করেছে। এই চক্তি অনুযায়ী সংস্থা দুটি যৌথভাবে মাঝারি ক্ষমতাসম্পন্ন বাইক ভারত এবং বিশ্বের বাজারে আনবে।
অ্যাক্সিস ব্যাঙ্ক : বাজারে ডিবেঞ্চার ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার কথা ঘোষণা করেছে এই বেসরকারি ব্যাঙ্কটি।
ব্যাঙ্ক অফ বরোদা : এই সরকারি ব্যাঙ্কটি ডিসেম্বর ত্রৈমাসিকে ১,৪০৭ কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছে।
সিমেন্স লিমিটেড : সংস্থাটি সি এন্ড এস ইলেক্ট্রনিক লিমিটেডের ইক্যুইটি মূলধনের ৯৯.২২ শতাংশ নিয়ে নেবে ২,১০০কোটি টাকা দিয়ে।
এছাড়াও যে স্টকগুলি সোমবার নজরে থাকবে সেগুলি হল, ভোডাফোন, ফোর্স মোটর, আইএল এন্ড এফএস গ্রুপ, ডা. রেড্ডি ল্যাব, এইচডিএফসি ও ওখার্ড।
আরও পড়ুন :
- কখন মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগ তুলে নেওয়া উচিত? নিরাপদ থাকার উপায় জানুন
- সেনসেক্সে ১০০০ পয়েন্টের বেশি পতন, ধসের নেপথ্যে ৮টি কারণ
- স্টক মার্কেটে ধস: ৫০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স, নিফটি-তেও পতন
- ব্যক্তিগত ঋণে বড় পরিবর্তন! নতুন নির্দেশিকা জারি আরবিআই-এর
- শেয়ারবাজারে আবারও পতন, আইটি ও ব্যাঙ্কিং স্টক টানল সূচককে