নয়াদিল্লি : আর কিছুক্ষণ পরেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তা আগে এক নজরে দেখে নিন কোন স্টকগুলি আজ নজরে থাকবে।
স্টেট ব্যাঙ্ক : শুক্রবার দেশে বৃহত্তম ব্যাঙ্ক জানিয়েছে ডিসেম্বের ত্রৈমাসিকে তাদের আয় ৪১.২ শতাংশ বেড়েছে। অক্টোবর-ডিসেম্বর নিট লাভ হয়েছে ৫,৫৮৩ কোটি টাকা।
আইটিসি : দেশের বৃহত্তম সিগারেট সংস্থা জানিয়েছে ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের লাভ বেড়েছে ২৯.০৭ শতাংশ।
টেক মহিন্দ্র : এই তথ্য প্রযুক্তি সংস্থার ডিসেম্বর ত্রৈমাসিকে আয় পড়েছে ৪.৭ শতাংশ।
বেদান্ত : ধাতু ও খনি সংস্থা জানিয়েছে তাদের লাভ ডিসেম্বর ত্রৈমাসিকে ১৪ শতাংশ বেড়ে হয়েছে ২৬৬৫ কোটি টাকা।
এছাড়া বাজেটের দিকে তাকিয়ে যে শেয়ারগুলিতে নজর থাকবে সেগুলি হল : পাবলিক সেক্টর ব্যাঙ্ক, উপভোক্তা পণ্য উৎপাদক সংস্থার শেয়ার, রেল এবং পরিকাঠামো, আবাসন শিল্প, অ্যাগ্রোকেমিক্যাল সংস্থার শেয়ারে।