নয়া দিল্লি : আজ যে সংস্থার শেয়ারগুলি নজরে থাকবে দেখে নিন একনজরে:
মারুতি সুজুকি : দেশের বৃহত্তম গাড়ি নির্মাণ সংস্থা মারুতি সুজুকি জানিয়েছেন নতুন বছরে তাদের গাড়ি বিক্রি বেড়েছে ১.৬ শতাংশ। জানুয়ারিতে গাড়ি বিক্রি হয়েছে ১,৫৪,১২৩ ইউনিট।
টাটা মোটর : এই গাড়ি নির্মাতা সংস্থা শনিবার জানিয়েছে বছরভর তাদের বিক্রি পড়েছে ১৭.৭৪ শতাংশ। এ বছর জানুয়ারিতে মোট বিক্রি হয়েছে ৪৭,৮৬২ ইউনিট।
কোল ইন্ডিয়া : কোম্পানিটি শনিবার জানিয়েছে তাদের উৎপাদন বড়েছে ১০.৩ ইন্ডিয়া ৬কোটি ৩০ হাজার টন কয়লা উৎপাদন করেছে।
মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা : সংস্থাটি জানিয়েছে তাদের বিক্রি কমেছে ৬ শতাংশ। জানুয়ারিতে ৫২,৭২২ ইউনিট বিক্রি হয়েছে।
গোদরেজ প্রপার্টিজ : এই পরিকাঠামো নির্মাণ সংস্থাটি আজ তাদের ডিসেম্বর ত্রৈমাসিকের আয় জানাবে।
হিরোমটো কর্প : কোম্পানি শনিবার জানিয়েছে তাদের বার্ষিক মোট বিক্রি পড়েছে। জানুয়ারিতে ৫০১৬২২ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর জানুয়ারি মাসে বিক্রি হয়েছিল ৫,৮২৬৬০ ইউনিট।
টাটা কেমিক্যাল : টাটা গ্রুপের এই সংস্থাটি আজ তাদের ডিসেম্বর ত্রৈমাসিকে আয়ের হিসাব জানাবে।
মহিন্দ্রা হলিডে : বোর্ড অফ কোম্পানি সঙ্গীতা তালোয়ারকে অতিরিক্ত ডিরেক্টর হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ৫ বছরের জন্য তিনি ওই পদে থাকবেন।
চম্বর ফার্টিলাইজার : সংস্থাটি জানিয়েছে, ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের নিট লাভ ৪৭৯.২ কোটি টাকা লাভ হয়েছে। যা গত বছর ছিল ১৫৯.৬ কোটি টাকা।