ওয়েবডেস্ক : দূষণ এবং বায়ুঘটিত রোগের হাত থেকে বাঁচাতে ব্যবহৃত সব ধরনের মাস্ক এবং বিশেষ পোশাক রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করল ভারত।
আগাম সাবধানতা হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কারণে, যদি করোনাভাইরাস ছড়িয়ে পড়ে তখন চাহিদা অনুযায়ী সরবারহ বজায় রাখা যায় সেই কারণে এই ব্যবস্থা বলে বৈদেশিক বাণিজ্য ডিরেক্টটরেট থেকে জানা গিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিনে ইতিমধ্যেই ২০০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০,০০০ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে।
বৈদেশিক বাণিজ্য ডিরেক্টরেট জেনারেল থেকে এক নির্দেশ জারি করে বলা হয়েছে, ‘‘বায়ুবাহিত বস্তু কণার হাত থেকে প্রতিরোধকারী পোশাক এবং মাস্ক রপ্তানি বন্ধ করা হল।’’
এয়ার ইন্ডিয়ার ৪২৩ আসন বিশিষ্ট বিমান বি৭৪৭ দিল্লি বিমান বন্দর থেকে চিনের উহান প্রদেশের উদ্দেশ্য রওনা দিয়েছে। প্রায় ৪০০ ভারতীয়কে সেখান থেকে সরিয়ে আনা হবে।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ‘‘ কেবিন ক্রু এবং যাত্রীদের জন্য যাবতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
সূত্র : পিটিআই ওয়েবসাইট