বিবি ডেস্ক: সেপ্টেম্বর এসে গেছে। বিভিন্ন প্যারামিটারের উপর ব্যয়বহুল মূল্যায়নে লেনদেন করছে ইক্যুইটি মার্কেট। গত দু’মাস ধরে উচ্চ হারে মূল্যবৃদ্ধি এবং রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার পরিবর্তনই শেয়ার বাজারে বড়োসড়ো পরিবর্তন এনেছে। বাজারে বৃদ্ধি ফিরে এসেছে। কারণ, বিক্রির চাপ প্রবল হলেও বিনিয়োগে তেমন কোনো রদবদল ঘটেনি।
চলতি মাসেও বাজারে বিনিয়োগ অব্যাহত থাকবে বলে ধারণা। ভরসা জোগাচ্ছে বেশ কিছু স্টক। এগুলির মধ্যে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), হিরো মটোকর্প (Hero MotoCorp), মারুতি সুজুকি (Maruti Suzuki) এবং এসবিআই (SBI)৷ বড় ক্যাপগুলির মধ্যে পিএনবি (PNB)-কে বেশি নম্বর দিতে চাইছেন না বিশ্লেষকরা। তবে শেয়ার বাজার কোনো ভবিষ্যদ্বাণীই টেকসই নয়। মিড এবং স্মলক্যাপ সেগমেন্টে যেমন, এবিএফআরএল (ABFRL), অশোক লেল্যান্ড, (Ashok Leyland), এসকর্টস (Escorts), করুর বৈশ্য ব্যাঙ্ক (Karur Vysya Bank), স্যাফায়ার ফুডস (Sapphire Foods) এবং ওয়েস্টলাইফ ডেভেলপমেন্ট (Westlife Development)।
অ্যাক্সিস সিকিউরিটিজের মতে, রফতানি অথবা পণ্য সম্পর্কিত স্টকগুলি হয়তো ততটা আকর্ষণীয় হয়ে উঠবে না সেপ্টেম্বরে। তুলনামূলক ভাবে বিনিয়োগকারীদের অগ্রাধিকারের তালিকায় থাকতে পারে ব্যাঙ্ক, অটোমোবাইল, হাসপাতাল এবং ঘরোয়া শিল্পগুলি। কমপক্ষে ১২-১৮ মাসের মেয়াদে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। সে ক্ষেত্রে নীচু দরে স্টক কিনে একটা শোক্তপোক্ত অবস্থান তৈরি করার পথ ধরতে হবে।
এর শীর্ষ বাজিগুলির মধ্যে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), টেক মাহিন্দ্রা (Tech Mahindra), মারুতি সুজুকি (Maruti Suzuki) , স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI), ডালমিয়া ভারত (Dalmia Bharat), ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank), বরুণ বেভারেজ (Varun Beverages), অশোক লেল্যান্ড (Ashok Leyland), অ্যাস্ট্রাল লিমিটেড (Astral Ltd), বাটা ইন্ডিয়া (Bata India), এপিএল অ্যাপলো টিউবস (APL Apollo Tubes), হেলথকেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজেস (HealthCare Global Enterprises), প্রাজ ইন্ডাস্ট্রিজ (Praj Industries), কোল ইন্ডিয়া (Coal India) এবং বাজাজ ফিন্যান্স (Bajaj Finance)।
আরও পড়ুন: ২০০ কোটি টাকা বিনিয়োগ! বৈদ্যুতিন গাড়ির বাজারে প্রবেশ করল এমএমএফ (MMF)