শেয়ার বাজারে অস্থিরতা, ৬৬ হাজারে নীচে গোঁত্তা মারল সেনসেক্স

stock market

শুক্রবার (২৮ জুলাই, ২০২৩), কেনাবেচার শেষ দিনে চরম অস্থিরতা ভারতীয় শেয়ার বাজারে। বাজারের দুই অন্যতম ইক্যুইটি বেঞ্চমার্ক, সেনসেক্স এবং নিফটি নীচে নেমে শুরু করেছিল দিন। পরে তা ক্রমশ গভীরে।

বিশ্বব্যাপী শেয়ার বাজারের আবেগের বশে এ দিন অস্থিরতা এ দেশের বাজারেও। আগের দিন, বৃহস্পতিবার সেনসেক্স থিতু হয়েছিল ৬৬,২৬৬.৮২ পয়েন্টে। এ দিন বাজারে মুখ দেখানোর সময় সেনসেক্স প্রায় সেখানেই ছিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে গোঁত্তা খেয়ে নীচে নামতে শুরু করে। একটা সময় পৌঁছে যায় ৬৫,৯৩৭.৯৪-এ।

৩০ স্টকের সেনসেক্স প্ল্যাটফর্মে, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, টিসিএস, টাটা মোটরস, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এখনও পর্যন্ত লোকসানের শীর্ষে। অন্য দিকে, আইটিসি, পাওয়ারগ্রিড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রিলায়েন্স, সান ফার্মা, এশিয়ান পেইন্টস লাভের মুখ দেখেছে।

স্টকগুলির মধ্যে, অজন্তা ফার্মার শেয়ার ৭ শতাংশ বেড়েছে। জুন ত্রৈমাসিকে ১৯ শতাংশ বার্ষিক বৃদ্ধির খবরে উজ্জীবিত এই স্টক। এ ছাড়া ভারত ইলেক্ট্রনিক্স ২ শতাংশ লাফিয়েছে। সংস্থার বার্ষিক আয় ২৩ শতাংশ নিট মুনাফা হয়েছে ৫৩১ কোটি টাকা।

কতকটা একই অবস্থা নিফটি ফিফটি-রও। বৃহস্পতিবার ৫০ স্টকের এই সূচক থিতু হয়েছিল ১৯,৬৫৬.৯০-এ। এ দিন বাজারে মুখ দেখানোর সময় নিফটিও প্রায় সেখানেই ছিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে ক্রমশ নিম্নমুখী। একটা সময় পৌঁছে যায় ১৯,৫৭৯.৪০-এ।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে বদলে যাবে টাকাপয়সা সম্পর্কিত এই সব নিয়ম

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.