এলআইসি জীবন কিরণ: জানুন, নতুন মেয়াদী বিমা প্ল্যানের ন্যূনতম প্রিমিয়াম, যোগ্যতা, সুবিধা

lic

এলআইসি জীবন কিরণ (প্ল্যান ৮৭০) নামে নতুন একটি পলিসি চালু করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। এটি এমন একটি মেয়াদী বিমা প্ল্যান, যা সেই সমস্ত ​​ব্যক্তিদের জন্য সবচেয়ে উপযুক্ত যাঁদের নির্ভরশীল (শিশু, পিতামাতা) রয়েছে এবং তাঁরা মোটামুটি কম খরচে জীবনের অনিশ্চয়তার (মৃত্যু) বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ সুরক্ষা খুঁজছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এলআইসি টুইটারে লিখেছে, “এলআইসি একটি একেবারে নতুন প্ল্যান চালু করেছে – এলআইসি-র জীবন কিরণ (LIC Jeevan Kiran)। এটি একটি নন-লিঙ্কড, অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত, সঞ্চয়, জীবন বিমা পরিকল্পনা।”

কী ভাবে এলআইসি জীবন কিরণ পলিসি কিনবেন

এই প্ল্যানটি সরাসরি এলআইসি ওয়েবসাইটের মাধ্যমে পাশাপাশি এলআইসি-র এজেন্ট এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অফলাইনেও কেনা যাবে।

এলআইসি জীবন কিরণ ম্যাচিউরিটি সুবিধা

এলআইসি-র ওয়েবসাইটের তথ্য অনুসারে, যখন পলিসি কার্যকর হয়, তখন প্রদেয় ম্যাচিউরিটির উপর বিমাকৃত রাশি নিয়মিত প্রিমিয়ামের অধীনে বা একক প্রিমিয়াম পেমেন্ট নীতির অধীনে “এলআইসি-র প্রাপ্ত মোট প্রিমিয়ামের” (কোনো অতিরিক্ত প্রিমিয়াম, যে কোনো রাইডার প্রিমিয়াম এবং কর ইত্যাদি ব্যতীত) সমান হবে। মেয়াদপূর্তির তারিখের পরে জীবন বিমা কভারেজ স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে।

এলআইসি জীবন কিরণ: মৃত্যুর ক্ষেত্রে সুবিধা

ঝুঁকি শুরু হওয়ার তারিখের পরে পলিসির মেয়াদে কিন্তু মেয়াদপূর্তির নির্ধারিত তারিখের আগে বিমাকৃত ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুর উপর বিমাকৃত অর্থ (যদি পলিসি বলবৎ থাকে) নিম্নরূপ হবে:

(১) নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট পলিসির জন্য, ‘মৃত্যুতে বিমাকৃত রাশি’ হবে সর্বোচ্চ

*বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ; বা

*মৃত্যুর তারিখ পর্যন্ত “মোট প্রদত্ত প্রিমিয়াম”-এর ১০৫ শতাংশ, বা

*বেসিক সাম অ্যাসিওরড।

(২) একক প্রিমিয়াম পেমেন্ট পলিসির জন্য, মৃত্যুর উপর বিমাকৃত রাশি এর থেকে বেশি হবে:

*একক প্রিমিয়ামের ১২৫ শতাংশ, বা

*বেসিক সাম অ্যাসিওরড।

এলআইসি জীবন কিরণ: যোগ্যতা, পলিসির মেয়াদ

পলিসি কেনার ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর। সর্বনিম্ন বয়স এবং ম্যাচিউরিটি ২৮ বছর এবং ম্যাচিউরিটির সময় সর্বাধিক বয়স ৮০ বছর হওয়া উচিত।

পলিসির মেয়াদ ১০ বছর থেকে ৪০ বছর।

আরও পড়ুন: এলআইসি-তে পড়ে আছে ‘আনক্লেমড’ টাকা, চেক করে নিন অনলাইনে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.