ফের এক বার ৫৮ হাজারের উপরে বিএসই সেনসেক্স। অন্য দিকে, আগের অবস্থান থেকে অনেকটা উপরে উঠে মঙ্গলবার আবারও এক বার ১৭,১০০ পেরিয়েছে এনএসই নিফটি ফিফটি। বিশ্বব্যাপী ব্যাঙ্কিং সেক্টরের ঝুঁকি নিয়ে উদ্বেগ সামান্য হ্রাস পেতেই আপাত স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। সাময়িক ভাবে শান্ত হয়েছে শেয়ার বাজার।
আজকের লেনদেনে ৩০ শেয়ারের সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি বেড়েছে। দিনের শেষে ৪৪৬ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে ৫৮,০৭৫-এ থিতু হয়েছে। অন্য দিকে, ১১৯.১০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে ১৭,১০৭-এ বন্ধ হয়েছে নিফটি।
সেনসেক্স প্যাকে, শীর্ষ লাভকারীরিলায়েন্স। জিও আর্থিক পরিষেবায় প্রবেশ করছে। ভারতে বিমা ব্যবসায় নামতে তারা প্রস্তুতি নিচ্ছে, এমন একটি রিপোর্ট আসার পরে এ দিন ৩ শতাংশেরও বেশি লাভের মুখ দেখেছে সংস্থার শেয়ার।
সেনসেক্স তালিকায় অন্যান্য শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল বাজাজ ফাইন্যান্স, টাইটান, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে ১৯টি সবুজ রঙে বন্ধ হয়েছে এ দিন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল পাওয়ারগ্রিড, এইচইউএল, টেক মাহিন্দ্রা, টিসিএস, ইনফোসিস, আইটিসি এবং এশিয়ান পেন্টস।
সেক্টরগত ভাবে বিএসই কনজিউমার ডিউরেবলস, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ব্যাঙ্কিং সূচকগুলি সবচেয়ে বেশি বেড়েছে। এনএসইতে, নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক ১.৫ শতাংশের বেশি বেড়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূচকের সমস্ত শেয়ার উপরের দিকে উঠেছে। ব্যাঙ্ক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক সবচেয়ে বেশি এগিয়েছে।
আরও পড়ুন: ১৫ মাসের সর্বনিম্ন স্তরে অপরিশোধিত তেলের দাম, পেট্রোল-ডিজেলে স্বস্তি মিলবে কি?
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.