সোমবার, সপ্তাহের প্রথম কেনাবেচার দিনে শেয়ারবাজার টালমাটাল। বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্যাপক পতন দুই মূল সূচক সেনসেক্স এবং নিফটি-তে। দিনের শেষে ক্ষতির বহর কিছুটা পুষিয়ে নিলেও অনেকটাই খাদের নেমে বন্ধ হয়েছে সূচকগুলি।
এ দিনের কেনাবেচায় ৬০, ৪০৭.৮৬ পয়েন্ট থেকে ৫৯,৪৪২.৪৭-এর নিম্নস্তর দেখল বিএসই সেনসেক্স। দিনের শেষে ৫২০ পয়েন্ট খুইয়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৫৯,৯১১-য়। অন্য দিকে, নিফটি ফিফটি ১৭,৫৭৪-এর খাদে নেমে যাওয়ার পর কিছুটা পুনরুদ্ধার করে ১২১ পয়েন্ট নেমে গিয়ে বন্ধ হয়েছে ১৭,৭০৭-এ।
এ দিন ট্রেডিং সেশন চলাকালীন, হতাশাজনক চতুর্থ ত্রৈমাসিক ফলাফলের পরে ইনফোসিস ১৫ শতাংশ হ্রাস পেয়ে ৫২ সপ্তাহের নিম্নস্তরে পৌঁছেছে। আইটি সূচককেও প্রভাবিত করেছে এই স্টক। এরই মধ্যে চতুর্থ ত্রৈমাসিকে শক্তিশালী আয়ের প্রত্যাশায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির (PSBs) শেয়ার ১২ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার পরে বাজার সেই ক্ষতির একটা অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখযোগ্য ভাবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে নেসলে ইন্ডিয়া, পাওয়ারগ্রিড এবং এসবিআই এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক শীর্ষ লাভকারীদের মধ্যে জায়গা করে নিয়েছে। অন্য দিকে, ইনফোসিস, টেকএম, এইচসিএল টেক, এনটিপিসি, টিসিএস, এলঅ্যান্ডটি ক্ষতিগ্রস্থদের মধ্যে অন্যতম।
নিফটির নির্দিষ্ট স্টকগুলির মধ্যে, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, এনটিপিসি, এবং লারসেন অ্যান্ড টুব্রো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এ দিন। লাভের মুখ দেখেছে নেসলে ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন, এসবিআই, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এবং কোল ইন্ডিয়া।
সেক্টরগত ভাবে নিফটি আইটি সূচক ৪.৭ শতাংশ এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস সূচক ০.৭ শতাংশ নীচে নেমে গেছে। তবে পিএসইউ ব্যাঙ্ক সূচক ৩ শতাংশ এবং অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি এবং এফএমসিজি সূচক প্রতিটি ১ শতাংশ করে বেড়েছে।
আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানুন, এ ভাবে করা উচিত নয়