নিত্যদিনের খরচ মেটানোর জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন কেউ কেউ। এতে অনেক সুবিধাও রয়েছে। যেমন পেমেন্ট অ্যাওয়ার্ড, আরও ভালো ক্রেডিট স্কোর, ক্রয় ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। কিন্তু অনেকেই জানেন না যে এমন কিছু পরিস্থিতি রয়েছে, যেখানে ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত নয়। এতে আপনার আর্থিক লোকসান হতে পারে।
প্রতিদিনের খরচ
প্রতিদিনের খরচ এমন একটা পরিস্থিতি, যেটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিত্যদিনের খরচের জন্য বাজেট না রাখলে মাস শেষে জানা যায় প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে গিয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে আরও বেশি কেনাকাটা করার ক্ষমতা দেয়, যাতে ব্যবহারকারী বুঝতে না পারেন যে তিনি প্রয়োজনের চেয়ে বেশি খরচ করেছেন এবং পরে অতিরিক্ত টাকা ফেরত দিতে হয়।
লেট ফি
ক্রেডিট কার্ড তো শুধু ব্যবহার করলেই হল না, এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময়ের পরে বিল মেটাতে হবে। আর বিল মেটাতে ব্যর্থ হলে আপনাকে প্রতি মাসে ২.৫ থেকে ৩.৫ শতাংশ উচ্চ সুদের হারের পাশাপাশি লেট ফি দিতে হবে। সুতরাং, ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে, এর বিল মেটানোর জন্য টাকা নিজের কাছে অর্থ আছে কি না, সেটা নিশ্চিত করুন।
এটিএম লেনদেন
ক্রেডিট কার্ড জরুরি পরিস্থিতি মোকাবিলায় আর্থিক ভাবে সাহায্য করে। কিন্তু অনেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তুলে থাকেন। এককালীন এটিএম লেনদেনের জন্য প্রতি মাসে আড়াই থেকে সাড়ে তিন শতাংশ হারে সুদ নেওয়া হয়। অতএব, খুব প্রয়োজন ছাড়া এটিএম থেকে টাকা তোলা এড়িয়ে চলুন।
বৈদেশিক মুদ্রার লেনদেন
বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় লেনদেন করা হয়। এই সময়ে অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তবে সাধারণত বৈদেশিক মুদ্রার লেনদেনে একটি মোটা ফি দিতে হয়। এ ছাড়াও, বিনিময় হারের ওঠানামা আপনাকে যে পরিমাণ টাকা ফেরত দিতে হবে তা নির্ধারণ করে, এটা বেশ ব্যয়বহুল হয়ে ওঠে।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বড়ো সিদ্ধান্ত! একাধিক আন্তর্জাতিক রুটে কমছে উড়ানের সংখ্যা
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.