সেনকো গোল্ডের আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী ইশা সাহা

কলকাতা: অভিনেত্রী ইশা সাহাকে নিজের আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সোমবার সংস্থা জানিয়ে দিল, অভিনেত্রী সেনকো গোল্ডের ব্রাইডাল জুয়েলারি কালেকশনের প্রচার করবেন।

গ্রীষ্মকালীন বিয়ের গয়নার প্রচারের অংশ হিসাবে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ইশা সাহা অভিনীত ‘লীলাবালি’ শিরোনামের একটি নতুন মিউজিক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিয়োটি গায়ে হলুদের অনুষ্ঠান, মেহেন্দি পর্ব, সঙ্গীতানুষ্ঠান এবং বিয়ে— সব মিলিয়ে জমকালো অনুষ্ঠান-সহ বিভিন্ন বিয়েরর নানা আচার-অনুষ্ঠানের সময় সেনকো গোল্ডের নতুন ব্রাইডাল জুয়েলারি কালেকশানে সজ্জিত আধুনিক কনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। ভিডিয়োটিতে একটি পুরনো ঐতিহ্যবাহী বাংলা লোক গানের সঙ্গে হিন্দি হিপ-হপ এবং ব়্যাপের একটি ঝকঝকে আধুনিক টুইস্ট রয়েছে, যা একটি ঐতিহ্যবাহী বাঙালি বিয়ের সুন্দর মুহূর্তগুলির সঙ্গে ধরা পড়েছে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের চতুর্থ আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইশা সাহা, যিনি ‘প্রজাপতি বিস্কুট’ এবং ‘সোয়েটার’ সিনেমায় তাঁর অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন।

এই ব্র্যান্ড এর আগে দেশের বিভিন্ন অংশে তার পণ্যের প্রচারের জন্য নানা বিশিষ্ট অভিনেত্রীদের ব্র্যান্ডের মুখ হিসাবে সামনে নিয়ে এসেছে, যার মধ্যে পূর্ব প্রান্তের এভারলাইট সংগ্রহের জন্য টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার, উত্তর-পূর্বের জন্য অসমীয়া অভিনেত্রী সুনিতা কৌশিক এবং গসিপ কালেকশানের জন্য বাঙালি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় রয়েছেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্রাইডাল জুয়েলারি কালেকশনের সঙ্গে জুড়েছেন শীর্ষস্থানীয় বাংলাদেশী অভিনেত্রী জয়া এহসান। পাশাপাশি, জাতীয় স্তরে ব্র্যান্ডের প্রচারের মুখ হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। “AHAM” নামের ব্র্যান্ডের পুরুষদের গয়নার সংগ্রহের প্রচার করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্পোর্টসস্টার দ্যুতি চাঁদ এই ব্র্যান্ডের এভারলাইট এবং প্রাইড কালেকশনের প্রচারের মুখ৷

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বিবাহ কালেকশনের অধীনে ‘রাজওয়াড়া ২০২৩’ নামের ব্রাইডাল জুয়েলারি কালেকশনের একটি নতুন পরিসরও চালু করেছে, যা কনেদের জন্য গ্ল্যামারাস এবং কেতাদুরস্ত গয়নার সম্ভার নিয়ে এসেছে। নতুন রাজওয়াড়া ২০২৩ বিবাহ কালেকশন-এ ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলে এমন গয়না তৈরি করতে উৎকৃষ্ঠ দেশীয় কারুশিল্পের ব্যবহার করা হয়েছে। এর ফিলিগ্রি, বল এবং তারের কাজ, প্রাচীন নকশা, কুন্দন, পোলকি, মিনেকারির উপর চমৎকার কাজ এবং হীরা ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের আভিজাত্য ও মহিমাকে তুলে ধরে। হাতে তৈরি চমৎকার রাজকীয় গয়নার কালেকশনটি প্রতিটি ভারতীয় বধূর মধ্যে রানিসুলভ আভিজাত্য ও মহিমাকে ফুটিয়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে, যারা তাদের জীবনের নতুন পর্বে রাজত্ব করতে প্রস্তুত। নতুন কালেকশনের দাম শুরু হচ্ছে ২ লাখ টাকা থেকে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিরেক্টর জয়িতা সেন বলেন, “আমাদের ব্রাইডাল জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রথমসারির বাঙালি অভিনেত্রী ইশা সাহাকে পেয়ে আমরা আনন্দিত৷ তার সাজ-উপস্থিতি বাঙালি বধূদের লালিত্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমরা নিশ্চিত যে, আমাদের মূল্যবান গ্রাহকরা নতুন ‘লীলাবালি’ প্রচারের ভিডিওটিকে পছন্দ করবেন এবং এর সঙ্গে সংযুক্ত হবেন। কারণ, বধূর বেশে ইশার মনোমুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাংলা লোকগানের ফিউশনের আকর্ষণীয় সুর, আকর্ষণীয় তাল এবং স্মরণীয় কণ্ঠস্বর তাদের মন জয় করে নেবে। ঠিক প্রতিটি বাঙালি বিয়ের ঐতিহ্য এবং নতুন যুগোপযোগী উপাদানের মিশেলের মতো কীভাবে সেনকো গোল্ড তার বিয়ের গয়নাতে ঐতিহ্য এবং আধুনিকতার নিখুঁত সংমিশ্রণ ঘটাচ্ছে, এই মিউজিক ভিডিওটিতে সেটাই ফুটে উঠেছে।”

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শুভঙ্কর সেন বলেন, “আমাদের ‘হাইপার লোকাল’ দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে, বিখ্যাত বাঙালি অভিনেত্রী ইশা সাহাকে আমাদের আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই সংযোজন দেশের পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলে আমাদের ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করতে এবং গ্রাহকদের সঙ্গে আরও গভীর সংযোগ স্থাপন করতে সক্ষম হবে।”

অভিনেত্রী ইশা সাহা বলেন, “সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর মতো একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারাটা সম্মানের, যারা গয়নার বিপননে পাঁচ দশকেরও বেশি সময় ধরে রয়েছে। গয়নার বিভাগে এটাই আমার প্রথম ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট (চুক্তি) এবং এমন একটি সম্মানিত ব্র্যান্ডের সঙ্গে নাম থাকা আমার জন্য পরম সম্মানের। এই ব্র্যান্ডের গয়নার সংগ্রহ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আমি এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে বিশেষ খুশি। এই প্রচারটি সুন্দরভাবে পরিকল্পিত এবং কার্যকর করা হয়েছে যা বাঙালি বিয়ের সারমর্মকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।”

এই প্রচারের মিউজিক ভিডিও সম্পর্কে ব্যাং অন কনটেন্ট-এর পরিচালক ও চিত্রগ্রাহক পিয়াশ ঘোষ বলেন, “সঙ্গীতের মাধ্যমে বাঙালির বিয়ের ঐতিহ্যের সৌন্দর্য ও সমৃদ্ধি অন্বেষণ করার অভিজ্ঞতা আমাদের জন্য সত্যিই পরিপূর্ণ ছিল।”

মিউজিক ভিডিওটি এই লিঙ্ক থেকে দেখা যাবে: https://youtu.be/Gh3Txb3um_Q


Discover more from banglabiz

Subscribe to get the latest posts sent to your email.

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from banglabiz

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading