বিশ্ববাজারে দুর্বলতার ইঙ্গিত। সঙ্গতি রেখেই শেয়ার বিক্রির হিড়িক আইটি, ফিনান্সিয়াল এবং তেলের স্টকে। যার জেরে সপ্তাহের শেষ কেনাবেচার দিনে ১ শতাংশেরও বেশি পতনের মুখোমুখি হল সেনসেক্স ও নিফটি।
কোথায় দাঁড়িয়ে সেনসেক্স-নিফটি
৩০টি স্টকের সেনসেক্স এ দিন ৬৭১.১৫ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমে ৫৯,১৩৫.১৩-তে বন্ধ হয়েছে। বলে রাখা ভালো, এর ৩০টির মধ্যে ২১টি স্টকের দামই এ দিন হ্রাস পেয়েছে। বাজার খোলার সময়ই এর ইঙ্গিত মিলেছিল। অনেকটাই নীচে নেমে এ দিন মুখ দেখায় সেনসেক্স। কেনাবেচার সময় এক দিনের সর্বনিম্ন ৫৮,৮৮৪.৯৮ পয়েন্টও ছুঁয়ে এসেছে এই সূচক।
পাশাপাশি, দুর্বলতার স্পষ্ট ছাপ নিফটি ফিফটিতেও। দিনের শেষে ১৭৬.৭০ পয়েন্ট বা ১.০০ শতাংশ খুইয়ে থিতু হয়েছে ১৭,৪১২.৯০-এ। উল্লেখযোগ্য ভাবে, একটা সময় ১৭,৩২৪.৩৫-এর সর্বনিম্ন স্তর ছুঁয়ে এসেছিল এই সূচক। সেখান থেকে অনেকটাই পুনরুদ্ধার করে ১ শতাংশ নেমে বন্ধ হয় এ দিন।
উপরে-নীচে
সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বড়ো পতন এ দিন এফডিএফসি ব্যাঙ্কে। কমেছে ২.৫৮ শতাংশ। এসবিআই হ্রাস পেয়েছে ২.১২ শতাংশ। পাশাপাশি, এইচডিএফসি এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক কমেছে যথাক্রমে ২.০৯ এবং ২.০২ শতাংশ করে।
এ ছাড়াও উল্লেখযোগ্য পতন দেখেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, এল অ্যান্ড টি, রিলায়েন্স, ইনফোসিস এবং টিসিএস।
বিপরীতে লাভের মুখ দেখেছে টাটা মোটরস, মারুতি, এনটিপিসি, সান ফার্মা, পাওয়ার গ্রিড এবং টাইটান।
কী কারণে নিম্নমুখী
দুর্বল এশিয়ান বাজারের কারণে আর্থিক, ব্যাঙ্কিং, আইটি এবং ক্যাপিটাল গুডস স্টকগুলির ব্যাপক শেয়ার বিক্রি এবং মার্কিন বাজারের লোকসানের জের ভারতীয় সূচকগুলিকে টেনে নামিয়েছে বলে অনুমান বিশ্লেষকদের।
বাংলা বিজ-এ শেয়ার বাজার সংক্রান্ত অন্য প্রতিবেদন পড়ুন এখানে ক্লিক করে: বাংলা বিজ শেয়ার বাজার