শুক্রবার (১৪ এপ্রিল) বন্ধ স্টক মার্কেট। ড. বাবা সাহেব আম্বেডকর জয়ন্তীর (Dr. Baba Saheb Ambedkar Jayanti) কারণে বন্ধ শেয়ার বাজার। ফলে চলতি সপ্তাহে মাত্র চারদিন শেয়ারবাজারে লেনদেন করা গেল।
গত দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় ছুটি শেয়ার বাজারে। গত ৪ এপ্রিল মহাবীর জয়ন্তী এবং ৭ এপ্রিল গুড ফ্রাইডের জন্য বন্ধ ছিল শেয়ার বাজারের লেনদেন। ফলে গত সপ্তাহের সাত দিনের মধ্যে মাত্র তিন দিন খোলা ছিল স্টক মার্কেট। চলতি সপ্তাহেও ১০, ১১, ১২ এবং ১৩ এপ্রিল ট্রেডিং করার সুযোগ পেলেন বিনিয়োগকারীরা। শুক্রবারের পর শনি ও রবিও নিয়মিত ছুটির কারণে বন্ধ থাকবে শেয়ার বাজার।
বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ক্যালেন্ডার অনুসারে, ড. বাবা সাহেব আম্বেডকর জয়ন্তীর কারণে ইক্যুইটি সেগমেন্ট, ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্ট এবং এসএলবি সেগমেন্টে লেনদেন বন্ধ থাকবে। একইভাবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) লেনদেনও বন্ধ থাকবে।
অন্য দিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) ওয়েবসাইট অনুসারে, শুক্রবার ড. বাবা সাহেব আম্বেদকর জয়ন্তীর সকালের সেশনের জন্য কেনাবেচা বন্ধ থাকবে। তবে সন্ধ্যার সেশনে ডেরিভেটিভ সেগমেন্ট আবার কেনাবেচা করতে পারবেন ট্রেডাররা।
প্রসঙ্গত, চলতি এপ্রিল মাসে মোট ১৩ দিনের জন্য বন্ধ থাকবে বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ফিফটি। অর্থাৎ, এ মাসে শুধুমাত্র ১৭ দিন বাজার খোলা থাকবে।
আরও পড়ুন: মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করার কোনো উপায় আছে কি?