কলকাতা: প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়ার মহা উৎসব পালিত হয়। এই বছর এই উৎসব পালিত হবে ২২ এপ্রিল, শনিবার। অক্ষয় তৃতীয়ার দিন যতই এগিয়ে আসে, ততই দোকানগুলোতে সোনা কেনার ভিড় শুরু হয়। ক্রেতার দৃষ্টি আকর্ষণে সোনার গয়নার ব্যবসায়ীরাও অক্ষয় তৃতীয়া উপলক্ষে এনেছেন বিভিন্ন অফার।
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে সোনা কিনলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। পাশাপাশি, এই দিনে রুপো এবং হিরের কেনাকাটাও করেন অনেকেই। তবে সোনার দাম বেড়ে যাওয়ায় মানুষের সোনা কেনার উৎসাহ কমে গেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ অফার নিয়ে এসেছে বড়ো জুয়েলার্সগুলি।
তনিশ্ক (Tanishq)
অক্ষয় তৃতীয়ার উপলক্ষ্যে, টাটার জুয়েলারি ব্র্যান্ড তনিশ্ক (Tanishq) তার মেকিং চার্জে বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছে। সংস্থার সোনার গয়না এবং হিরের গয়না কিনলে গ্রাহকরা মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। এই অফারটি ১৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে। গ্রাহকরা ৩ লক্ষ টাকা পর্যন্ত সোনার গয়না কিনলে ১০ শতাংশ, ৩ থেকে ৭ লক্ষ টাকায় ১৫ শতাংশ, ৭ থেকে ১৫ লক্ষ টাকায় ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার উপরে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন।
সেনকো গোল্ড (Senco Gold & Diamonds)
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ব্র্যান্ডের সোনা এবং হিরের গয়না তৈরির চার্জে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা। একই সময়ে, ব্র্যান্ডটি গ্রাহককে হিরের গয়নার উপর ১২ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। অন্যদিকে, আপনি যদি পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না কেনেন, তাহলে শূন্য শতাংশ ডিডাকশন ফি চার্জ করা হবে।
পিসি চন্দ্র (P.C. Chandra Jewellers)
পিসি চন্দ্র জুয়েলার্স অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষ্যে গ্রাহক সব ধরনের গহনার মেকিং চার্জে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। একই সময়ে, ডায়মন্ড এবং স্টোন কেনার উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই অফারটি ১৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
মালাবার গোল্ড (Malabar Gold & Diamonds)
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিনামূল্যে সোনার কয়েন অফার করছে। ৩০ হাজার টাকার বেশি সোনার গয়না কিনলে গ্রাহকরা ১০০ মিলিগ্রাম ওজনের সোনার কয়েন পাবেন। এই অফারটি শুধুমাত্র ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে।
আরও পড়ুন: দুধের দাম বেড়েই চলেছে, মূল্যবৃদ্ধির লাগাম টানতে অন্তরায়