অক্ষয় তৃতীয়া অফার ২০২৩: বিনামূল্যে গোল্ড কয়েন, মেকিং চার্জে বাম্পার ডিসকাউন্ট
কলকাতা: প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়ার মহা উৎসব পালিত হয়। এই বছর এই উৎসব পালিত হবে ২২ এপ্রিল, শনিবার। অক্ষয় তৃতীয়ার দিন যতই এগিয়ে আসে, ততই দোকানগুলোতে সোনা কেনার ভিড় শুরু হয়। ক্রেতার দৃষ্টি আকর্ষণে সোনার গয়নার ব্যবসায়ীরাও অক্ষয় তৃতীয়া উপলক্ষে এনেছেন বিভিন্ন অফার।
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে সোনা কিনলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। পাশাপাশি, এই দিনে রুপো এবং হিরের কেনাকাটাও করেন অনেকেই। তবে সোনার দাম বেড়ে যাওয়ায় মানুষের সোনা কেনার উৎসাহ কমে গেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ অফার নিয়ে এসেছে বড়ো জুয়েলার্সগুলি।
তনিশ্ক (Tanishq)
অক্ষয় তৃতীয়ার উপলক্ষ্যে, টাটার জুয়েলারি ব্র্যান্ড তনিশ্ক (Tanishq) তার মেকিং চার্জে বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছে। সংস্থার সো...