সেনসেক্স ৬০ হাজারের উপরে, নিফটি-তে বৃদ্ধি ১২০ পয়েন্ট! উজ্জ্বল আইটি, পাওয়ার

stock market

গত সপ্তাহের চারটি কেনাবেচার দিনের মতোই সোমবারও আদানি গোষ্ঠীর অন্তত ১০টি সংস্থার শেয়ারের দর লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ কঠোর মুদ্রানীতি গ্রহণের আশঙ্কাকে কিছুটা প্রশমিত করার পরে ওয়াল স্ট্রিটে খুশির মেজাজ। তার রেশ ধরেই সোমবার এশিয়ার বাজারগুলিও ঊর্ধ্বমুখী।

মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক তথ্য এবং আদানি গ্রুপ অব কোম্পানিতে বিনিয়োগ বেড়ে যাওয়ার পরে সোমবার ভারতীয় শেয়ার বাজার নতুন করে অক্সিজেন পেয়েছে। এ দিন নিফটি ফিফটি সূচক ১১৭ পয়েন্ট বেড়ে ১৭,৭৭১-তে বন্ধ হয়েছে, অন্যদিকে সেনসেক্স ৬০,০০০-এর উপরে! ৪১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ঠেকেছে ৬০,২২৪-এ।

অগ্রগতি অব্যাহত রেখেছে আদানি এন্টারপ্রাইজ। এ দিন প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়েছে। আদানি গোষ্ঠীতে বড়োসড়ো বিনিয়োগের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর বাড়তে শুরু করে। আদানিদের মালিকানাধীন এনডিটিভি, এসিসি এবং অম্বুজা সিমেন্টও লাভের মুখ দেখেছে।

পাশাপাশি, ওএনজিসি এবং টাটা মোটরস আড়াই শতাংশের বেশি বেড়েছে। সবচেয়ে পিছিয়ে থাকা স্টকগুলির মধ্যে রয়েছে ব্রিটানিয়া, টাটা স্টিল এবং জেএসডব্লিউ ইস্পাত। এগুলি এক শতাংশেরও বেশি নেমেছে।

রিয়েলটি এবং পিএসইউ ব্যাঙ্ক ছাড়া সোমবার প্রায় সমস্ত সেক্টরাল সূচক বেড়েছে, আইটি এবং এনার্জি স্টকগুলি এক শতাংশেরও বেশি লাফ দিয়ে বাজারের ঊর্ধ্বগমনে নেতৃত্ব দিয়েছে। আজকের সেশনে রিয়েলটি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দর কিছুটা কমেছে।

উল্লেখযোগ্য ভাবে, সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দৌড় আরও প্রসারিত হয়েছে। ডলারের এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ভারতীয় মুদ্রা। ইন্ট্রাডে বাণিজ্যে মার্কিন মুদ্রার বিপরীতে রুপি ৮১.৭২৭৫-এর উচ্চ স্তর ছুঁয়েছে। রুপির শক্তিশালী পারফরম্যান্সের নেপথ্যে ডলারের দরপতন, ট্রেজারি ফলন হ্রাস এবং দেশীয় ইক্যুইটিতে ইতিবাচক মনোভাবের অবদান রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: মার্চেই সারতে হবে এই ৫টি আর্থিক কাজ, নইলে জরিমানা, আটকে যেতে পারে লেনদেন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.