ব্যাঙ্ক অব বরোদার হোলি অফার, শর্তসাপেক্ষে কমল ঋণের সুদ

ঋণ (Loan) নিতে ইচ্ছুক গ্রাহকদের জন্য সুদের হারে ছাড় ঘোষণা করেছে সরকারি ব্যাঙ্ক ব্যাঙ্ক অব বরোদা (Bank Of Baroda)। তবে এই ডিসকাউন্টটি একটি বিশেষ অফার হিসাবে গ্রাহকদের দেওয়া হচ্ছে এবং এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য।

বাজারে ঋণের ভালো চাহিদা থাকায় বর্তমানে আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করতে বিভিন্ন অফার নিয়ে আসছে বিভিন্ন ব্যাঙ্ক। ধারণা করা হচ্ছে, বাজারের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই অফার নিয়ে এসেছে ব্যাঙ্ক অব বরোদা।

কোন ঋণে কতটা ছাড়

ব্যাঙ্ক অব বরোদার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই বিশেষ অফারের আওতায় গৃহঋণের (home loan) সুদের হারে ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফলে গৃহঋণের প্রাথমিক সুদের হার ৮.৫০ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি ব্যাঙ্ক থেকে এমএসএমই ঋণের (MSME laon) প্রাথমিক সুদের হার কমিয়ে ৮.৪০ শতাংশ করা হয়েছে।

ব্যাঙ্কের দাবি, এই অফারের আওতায় ঋণের উপর সুদ বাজারের অন্য কোনো ব্যাঙ্কের তুলনায় সবচেয়ে কম। এতে, গ্রাহকদের সুদের বোঝা কমবে। শুধু কি তাই, গৃহঋণে ১০০ শতাংশ প্রক্রিয়াকরণ চার্জ এবং এমএসএমই-তে ৫০ শতাংশ প্রক্রিয়াকরণ চার্জ মকুব করা হবে।

কী কী শর্ত

ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, চলচি বছরের ৫ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই অফারটি পাওয়া যাবে।

নতুন গৃহঋণ নেওয়ার পাশাপাশি অন্য ব্যাঙ্ক থেকে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রেও এই ছাড় দেওয়া হচ্ছে সরকারি ব্যাঙ্ক থেকে। তবে, ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ঋণের সুদের হার কী হবে তা নির্ভর করে গ্রাহকের ক্রেডিট স্কোরের উপর। ৭৫০-এর বেশি ক্রেডিট স্কোরকে ভালো বিবেচনা করা হয়। ফলে আপনার ক্রেডিট স্কোর যত বেশি হবে, কম সুদের হারে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা তত বেশি।

আরও পড়ুন: মার্চেই সারতে হবে এই ৫টি আর্থিক কাজ, নইলে জরিমানা, আটকে যেতে পারে লেনদেন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.