Tag: MSME

ব্যাঙ্ক অব বরোদার হোলি অফার, শর্তসাপেক্ষে কমল ঋণের সুদ
খবর, ফিনান্স

ব্যাঙ্ক অব বরোদার হোলি অফার, শর্তসাপেক্ষে কমল ঋণের সুদ

ঋণ (Loan) নিতে ইচ্ছুক গ্রাহকদের জন্য সুদের হারে ছাড় ঘোষণা করেছে সরকারি ব্যাঙ্ক ব্যাঙ্ক অব বরোদা (Bank Of Baroda)। তবে এই ডিসকাউন্টটি একটি বিশেষ অফার হিসাবে গ্রাহকদের দেওয়া হচ্ছে এবং এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য। বাজারে ঋণের ভালো চাহিদা থাকায় বর্তমানে আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করতে বিভিন্ন অফার নিয়ে আসছে বিভিন্ন ব্যাঙ্ক। ধারণা করা হচ্ছে, বাজারের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই অফার নিয়ে এসেছে ব্যাঙ্ক অব বরোদা। কোন ঋণে কতটা ছাড় ব্যাঙ্ক অব বরোদার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই বিশেষ অফারের আওতায় গৃহঋণের (home loan) সুদের হারে ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফলে গৃহঋণের প্রাথমিক সুদের হার ৮.৫০ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি ব্যাঙ্ক থেকে এমএসএমই ঋণের (MSME laon) প্রাথমিক সুদের হার কমিয়ে ৮.৪০ শতাংশ করা হয়েছে। ব্যাঙ্কের দাবি, এই অফারের আওতায় ঋণের উপর সুদ বাজ...