নেট ব্যঙ্কিংয়ের জন্য IFSC কোড খুবই জরুরি।
প্রত্যেকটি ব্যাঙ্কের শাখারগুলির নির্দিষ্ট IFSC কোড থাকে। সেই কোড যদি বদলায় তবে ব্যাঙ্ক গ্রাহকদের জানিয়ে দেয়।
সম্প্রতি দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছে। এর ফলে বদলে গিয়েছে IFSC কোড।
যেমন ১লা জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্কে এই কোড বদলে গিয়েছে। গত বছর সিন্ডিকেট ব্যাঙ্ক ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তি হয়ে গিয়েছে। ফলে বদলে গিয়েছে IFSC কোড।
কেন আইএফএসসি IFSC কোড জরুরি তা নিয়ে আজ আলোচনা করব।
IFSC কোড কী
এর পুরো কথা হল ইন্ডিয়ান ফাইনান্সিয়াল সিস্টেম কোড (Indian Financial System Code) । এটি ১১ সংখ্যার আলফানিউমেরিক কোড।
এই কোডে আপনার ব্যাঙ্কের শাখার ঠিকানা লুকিয়ে থাকে।
IFSC কোড আপনার ব্যাঙ্কের শাখাকে চিনতে সাহায্য করবে এবং অনলাইন টাকা ট্রান্সফারের পদ্ধতি যেমন, NEFT, IMPS, RTGS করতে কাজে লাগবে।
ব্যাঙ্কে চেক বই এবং পাশ বই দুটোতেই IFSC কোড থাকে।
IFSC কোড না থাকলে কী সমস্যা হবে
অনলাইন লেনদেনের জন্য IFSC কোড জরুরি।
আপনি যদি অনলাইনে কাউকে টাকা পাঠাতে চান। আপনাকে ওই ব্যক্তির IFSC কোড জানতে হবে।
আপনাকে কেউ যদি অনলাইনে টাকা পাঠাতে চায় তবে তাকে আপনার IFSC কোড জানতে হবে।
আপনার যদি মিউচ্যুয়াল ফান্ড বা অন্য কোন জমা টাকায় নিয়মিত রূপে রির্টান পাচ্ছেন, তবে সেক্ষেত্র IFSC কোড জরুরি। না হলে রির্টানের টাকা ব্যাঙ্কে ঢুকবে না।
IFSC কোড না থাকলে পেনশন পেতেও সমস্যা হবে।
বাংলাবিজে আরও পড়তে পারেন
Telemedicine: আপনি কি অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছেন? সুরক্ষার জন্য ৩টি পরামর্শ সরকারের
পিএফ অ্যাকাউন্টে ইউএএন নম্বর কী ভাবে অ্যাক্টিভেট করবেন, ইপিএফও জানাল পদ্ধতি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.