মোবাইল সিম ভেরিফিকেশনের কড়া বিধি, জানুন কী কী নতুন নিয়ম এল

New Project

মোবাইলের সিম কার্ড বিক্রি এবং ব্যবহার নিয়ে কড়া বিধি কেন্দ্রের। এ বার থেকে সিম বিক্রি করা মোটেই সহজ হবে না। এবার থেকে বাধ্যতামূলকভাবে মোবাইলের সিমকার্ড ডিলারদের পুলিশি ভেরিফিকেশনের মুখে পড়তে হবে। যুক্ত হচ্ছে আনুষঙ্গিক আরও কিছু নিয়ম।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এতদিন যে ‘বাল্ক কানেকশন’ নেওয়ার সুবিধা ছিল, জালিয়াতি রুখতে সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। সিম বিক্রি করার আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। এমনকি বায়োমেট্রিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। কেউ যদি বিধি না মানে তাহলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।

যাঁরা সিম নিচ্ছেন, তাঁদের প্রত্যেকের ‘কেওয়াইসি’ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, গত মে থেকে ৫২ লাখ মোবাইল সংযোগ বাতিল করে দেওয়া হয়েছে। কালোতালিকাভুক্ত করা হয়েছে ৬৭,০০০ জন ডিলারকে। সিমকার্ড ডিলারদের বিরুদ্ধে ৩০০টি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিম যাচাইকরণের নতুন নিয়মের অন্যতম কিছু বিষয়

বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক ভেরিফিকেশন

নতুন নিয়ম অনুসারে, সমস্ত সিম কার্ড বিক্রেতাদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন-সহ পুলিশ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। সিম কার্ড ডিলারদের যাচাইকরণ করবেন টেলিকম অপারেটররা। এই বিধান লঙ্ঘন করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

ভেরিফিকেশনের জন্য ১২ মাস সময়কাল

বর্তমান বিক্রেতাদের রেজিস্ট্রেশন নিয়ম মেনে চলার জন্য সরকার ১২ মাসের সময়সীমা ঘোষণা করেছে। ভেরিফিকেশেন সিস্টেম থেকে অসৎ বিক্রেতাদের শনাক্তকরণ, ব্লকলিস্টিং এবং নির্মূলে সহায়তা করার উদ্দেশ্যে।

ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ

কেওয়াইসি সংস্কারের অধীনে, নতুন সিম নেওয়ার ক্ষেত্রে বা বর্তমান নম্বরে নতুন সিমের জন্য আবেদন করার ক্ষেত্রে মুদ্রিত আধারের কিউআর কোড স্ক্যান করে গ্রাহকের ডেমোগ্রাফিক ডেটা ক্যাপচার করা হবে।

সিম কার্ডের বাল্ক ইস্যু নয়

টেলিযোগাযোগ বিভাগ (DoT) বাল্ক সংযোগের সুবিধা বন্ধ করে দিয়েছে। এটিকে ব্যবসায়িক সংযোগের ধারণা দিয়ে প্রতিস্থাপন করেছে। ব্যবসার কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়াও, সিম হস্তান্তরকারী ব্যক্তির কেওয়াইসিও করা হবে। একটি শনাক্তকরণের ভিত্তিতে কোনো ব্যক্তি এখনও ৯টি পর্যন্ত সিম নিতে পারেন।

সিমের সংযোগ বিচ্ছিন্ন

সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ৯০ দিন পরে একটি নতুন গ্রাহককে মোবাইল নম্বর বরাদ্দ করা হবে। প্রতিস্থাপনের ক্ষেত্রে, গ্রাহককে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন: ৫ বছরের পোস্ট অফিস স্কিম না কি ব্যাঙ্কের এফডি? কোনটা থেকে বেশি রিটার্ন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.