৫ বছরের পোস্ট অফিস স্কিম না কি ব্যাঙ্কের এফডি? কোনটা থেকে বেশি রিটার্ন

post office bank

গত কয়েকটি ত্রৈমাসিকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে স্বল্প সঞ্চয় প্রকল্পের (small savings schemes) সুদের হার। এমনকি পাঁচ বছর মেয়াদের পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD)-এর সুদের হার ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য ৭.৫ শতাংশ ছুঁয়েছে। পরিসংখ্যান বলছে, এটা বেশ কিছু বড়ো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD) থেকেও বেশি।

সাধারণত, পাঁচ বছর মেয়াদের ফিক্সড জিপোজিটে ৭ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে প্রধান বেসরকারি এবং সরকারি ব্যাঙ্কগুলি। সেই জায়গায় তুলনামূলক ভাবে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে এই হার সামান্য হলেও বেশি। তবে কি ভালো রিটার্নের জন্য পাঁচ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট বেছে নেওয়া উচিত? ‌

পোস্ট অফিস ‌টাইম ডিপোজিট

পোস্ট অফিস টাইম ডিপোজিট কতকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো। কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট সুদের হারে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর রি‌টার্নও পূর্ব-নির্ধারিত। সরকার নিয়ন্ত্রিত পোস্ট অফিসের মেয়াদি আমানতের অর্থ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত, সঙ্গে নিশ্চিত রিটার্ন।

জুলাই-সেপ্টেম্বর ২০২৩ ত্রৈমাসিকের জন্য, আপনি পাঁচ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ সুদের হার পেতে পারেন।

মনে রাখবেন, পাঁচ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে, সুদ গণনা করা হয় ত্রৈমাসিক চক্রবৃদ্ধির হারে, তবে দেওয়া হয় বার্ষিক ভিত্তিতে। প্রাপ্ত বার্ষিক সুদ আবেদনের মাধ্যমে অ্যাকাউন্টধারী নিজের সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারেন।

ব্যাঙ্কের ৫ বছরের ফিক্সড ডিপোজিট

এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মতো বড়ো ব্যাঙ্কগুলো পাঁচ বছর মেয়াদের আমানতের উপর ৭ শতাংশ সুদের হার অফার করে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক পাঁচ বছরে এফডি-এর উপর ৭.২৫ শতাংশ হারে সুদ দেয়।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই পাঁচ বছরের মধ্যে স্থায়ী আমানতের জন্য ৬.৫ শতাংশ সুদের হার অফার করে। স্পষ্ট‌তই দেখা যাচ্ছে, আপনি যদি বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে পাঁচ বছরের এফডি-এর পরিবর্তে পাঁচ বছরের পোস্ট অফিস মেয়াদি আমানতে বিনিয়োগ করেন তবে তুলনামূলক ভাবে বেশি সুদ পাবেন।

আরও পড়ুন: টিকিট সঙ্গে থাকলেও কি স্টেশনে জরিমানার মুখে পড়তে হয়?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.