ক্রেডিট কার্ড ব্যবহার করতে গিয়ে প্রায়শই কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। এ ধরনের ভুলগুলো এড়িয়ে চললে ক্রেডিট স্কোর কখনোই খারাপ হবে না। ফলে এই ভুলগুলো সম্পর্কে জেনে রাখা উচিত।
ন্যূনতম বকেয়া পরিশোধ
ক্রেডিট কার্ড ব্যবহার করলে নিয়মিত সর্বনিম্ন টাকা মিটিয়ে দেওয়া উচিত। এটা ঋণ পরিশোধের একটি দুর্দান্ত উপায়। আপনি যত বেশি ক্রেডিট কার্ডের পেমেন্ট বকেয়া রাখবেন, ভবিষ্যতে ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা ততই বাড়বে।
আপনি যদি ন্যূনতম অর্থ প্রদান করেন, তা হলে আপনার সুদ কভার করা হবে। তবে, সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনাকে কখনোই ঋণের জালে জড়াতে হবে না।
লেট পেমেন্ট করবেন না
অনেকেই ক্রেডিট কার্ড অনেক সময় লেট পেমেন্ট করেন। লেট পেমেন্ট এড়াতে হবে। আপনি যখন দেরিতে টাকা মেটান, তখন আপনাকে লেট চার্জও দিতে হবে।
সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের সুদের হারও বাড়তে পারে এবং আপনার ক্রেডিট স্কোরও খারাপ হতে পারে। আপনার ক্রেডিট কার্ড বিল পরিশোধ করার সময় আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করা উচিত।
ঋণের পরিমাণ না বাড়ানো
ক্রেডিট কার্ডের ঋণে জড়িয়ে যাওয়ার ঘটনা ঘটতেই পারে। সেক্ষেত্রে আপনার প্রথমেই যে কাজটি করা উচিত, সেটা হল ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করা।
আপনি যদি এটা না করেন, তা হলে আপনার ঋণ বাড়বে, যা পরিশোধ করতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। ক্রেডিট কার্ড ব্যবহার করার পরিবর্তে, বকেয়া টাকা মেটানোর দিকে মন দেওয়া উচিত।
স্টেটমেন্টে নজর দিন
নিজের ক্রেডিট কার্ড স্টেটমেন্টের দিকে নজর দিতে হবে। এর থেকেই খরচে লাগাম পরাতে সম্ভব। স্টেটমেন্ট থেকে আপনি সুদের হার এবং ফি-এর পাশাপাশি আপনি কত খরচ করেছেন এবং কত দিতে হবে তা জানতে পারবেন।
আরও পড়ুন: পিপিএফ না কি এফডি? কোথায় টাকা রাখলে বেশি রিটার্ন