মাত্র ৭০০ টাকায় কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা! জিও গিগা ফাইবারে রেজিস্ট্রারের সহজ উপায়

jio

বিবিডেস্ক: আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে জিও গিগা ফাইবার পরিষেবা। জিও-র দাবি, এই অভিনব প্রকল্পে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা। তবে ৭০০ টাকা থেকে শুরু হলেও সর্বোচ্চ ১০,০০০ টাকার মাসিক প্ল্যান রয়েছে। দেখে নেওয়া যাক এই পরিষেবা পাওয়া যাবে কী ভাবে-

প্রথম পদ্ধতি

১. প্রথমেই অ্যাপ স্টোর থেকে স্মার্টফোনে ডাউনলোড করে নিন MyJio অ্যাপ।

২. এ বার অ্যাপ খুলে গিগা ফাইবার অপশনে ক্লিক করুন।

৩. নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা জিও গিগা ফাইবার সার্ভিস আইডি টাইপ করে জেনারেট OTP অপশন বেছে নিন।

৪. আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে যে OTP নম্বরটি আসবে সেটি লিখে সাবমিট অপশন টাচ করুন।

৫. ব্যস, আপনার জিও অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে জিও ফাইবার।

দ্বিতীয় পদ্ধতি

১. আগে থেকেই আপনার মাই জিওতে রেজিস্টার করা থাকতে হবে অ্যাপ।

২. অ্যাপটি খুলে ‘লিঙ্ক মোর অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন।

৩. সিলেক্ট করে নিন গিগা ফাইবার।

৪. এ বার জিও গিগা ফাইবার সার্ভিস আইডি অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর টাইপ করুন।

৫. মোবাইলে চলে আসবে OTP। সেটি দেওয়ার পরই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে রিলায়েন্স জিও গিগা ফাইবার।

তৃতীয় পদ্ধতি

১. জিও ফাইবার ওয়েবসাইটে রেজিস্টার করুন: https://gigafiber.jio.com/registration

২. জিও ফাইবার ওয়েবসাইটে আপনাকে আপনার ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি নথিভুক্ত করতে হবে।

৩. আপনার মোবাইল ফোনে একটি ওটিপি পাবেন যা দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

৪. এর পরে আপনাকে আবার নিজের ঠিকানাটি নথিভুক্ত করতে হবে এবং মানচিত্রে সঠিক অবস্থানটি পিন করতে হবে। আপনি কী ধরণের জায়গায় বসবাস করেন সেই সমস্ত তথ্য জমা করতে হবে।

৫. আপনাকে নির্বাচিত করা হলে রিলায়েন্স জিও এক্সিকিউটিভ আপনাকে কল করবেন এবং নির্দিষ্ট দিনে এসে সেটআপ করে দিয়ে যাবেন।

বিস্তারিত পড়ুন ৫ সেপ্টেম্বর চালু হচ্ছে Jio Giga Fiber, ঘোষণা করলেন মুকেশ অম্বানি

পদ্ধতিগুলি বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.