বিমা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ৬টি বিমা প্রকল্প চালু করেছেন
২০১৪ সাল থেকে একাধিক বিমা প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলির সুযোগ-সুবিধা।

বিবিডেস্ক: ২০১৪ সাল থেকে একাধিক বিমা প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলির সুযোগ-সুবিধা।
১. প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা
উদ্দেশ্য: বাণিজ্যিক ফসল-সহ সমস্ত ফসলের জন্য বিমা সুরক্ষা সরবরাহ করা। ফসল কাটার পরের লোকসানের ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া।
এই প্রকল্পের আওতায় কৃষক সমস্ত খরিফ ফসলের জন্য ২% এবং সমস্ত রবি ফসলের জন্য ১.৫% অভিন্ন প্রিমিয়াম প্রদান করে থাকেন।
বিজ্ঞপ্তিকৃত অঞ্চলে নির্ধারিত ফসলের জন্য পিএমএফবিওয়াইয়ের কভারেজের জন্য অপরের জমিতে চাষ করা কৃষকেরাও যোগ্য।
২. প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
উদ্দেশ্য: পিএমএসবিওয়াই ১৮ থেকে ৭০ বছর বয়সের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের জন্য গ্রাহক প্রতি বার্ষিক ১২ টাকার প্রিমিয়ামের বিনিময়ে এক বছরের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য বিমাকারীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।
এই বিমা পুনর্নবীকরণযোগ্য। এই বিমার আওতায় ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ মেলে। শুধু মৃত্যু নয়, পূর্ণ শারীরিক অক্ষমতার জন্যও বিমার পরিষেবা পাওয়া যেতে পারে উপযুক্ত শর্তপূরণের মাধ্যমে।
৩. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা
উদ্দেশ্য: পিএমজেজেবিওয়াই ১৮ থেকে ৫০ বছর বয়সের সমস্ত গ্রাহক ব্যাংক অ্যাকাউন্টধারীদের জন্য এক বছরের মেয়াদী জীবনকাল কভার অফার করে, যে কোনো কারণে মৃত্যুর আওতাভুক্ত, কোনও গ্রাহককে বার্ষিক ৩৩০ টাকা প্রিমিয়ামের বিনিময়ে এই বিমার সুবিধা পাওয়া যায়।
২০১৫ সালের কেন্দ্রীয় বাজেটে এই বিমার কথা ঘোষণা করা হয়। ওই বছরের মে মাসে এই বিমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ ২ লক্ষ টাকা।
৪. প্রধানমন্ত্রী জন স্বাস্থ্য যোজনা (আয়ুষ্মান ভারত পরিকল্পনা)
উদ্দেশ্য: সরকারি / বেসরকারি হাসপাতালের দরিদ্র রোগীদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা পরিষেবা দেওয়া।
প্রায় ১,৩৫০ টি মেডিক্যাল প্যাকেজ, শল্য চিকিৎসা, মেডিক্যাল এবং ডে কেয়ার চিকিৎসা, ওষুধের দাম এবং ডায়াগনস্টিককে পিএমজেএই স্বাস্থ্য বিমা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৫. প্রধানমন্ত্রী জন ধন যোজনা
উদ্দেশ্য: প্রতিটি সাধারণ মানুষের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার একটি প্রকল্প।
অ্যাঙ্কাউন্ট খোলার ৬ মাস পর ওভারড্রাফ্টের সুবিধা রয়েছে। গত বছর থেকেই বিমা সুরক্ষার পরিমাণ বাড়ানো হয়েছে। আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ এখন দ্বিগুণ, ২ লক্ষ টাকা ৷
৬. অটল পেনশন প্রকল্প
উদ্দেশ্য: অটল পেনশন প্রকল্পটি একটি সরকার-অনুমোদিত পেনশন পরিকল্পনা যা আপনাকে চাকরি থেকে অবসর নেওয়ার পরে আপনার আর্থিক প্রয়োজনের মেটাতে সহায়তা করে। এই স্কিমটি ২০১৫ সালে চালু করা হয়েছিল বিশেষত যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের জন্য।
আপনার বয়স এবং আর্থিক আয়ের উপর নির্ভর করে আপনি পেনশনের পরিমাণ ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে বেছে নিতে পারেন। যোগ্যতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৮ বছর এবং ৪০ বছর।
বিজ্ঞান-প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে এলআইসি পরিষেবা, জানুন কী ভাবে ব্যবহার করবেন
নিজের পলিসি হোল্ডারদের জন্য এই প্রথম ইন্টারেক্টিভ ‘হোয়াটসঅ্যাপ পরিষেবা’ চালু করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জানুন কী ভাবে ব্যবহার করবেন?

বিবি ডেস্ক: নিজের পলিসি হোল্ডারদের জন্য এই প্রথম ইন্টারেক্টিভ ‘হোয়াটসঅ্যাপ পরিষেবা’ চালু করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।
শুক্রবার নতুন এই পরিষেবা চালু করে এলআইসি জানায়, এই পরিষেবাটি শুধুমাত্র সেই সমস্ত পলিসি হোল্ডাররা ব্যবহার করতে পারবেন, যাঁরা এই বিমা সংস্থার পোর্টালে নিজের পলিসি রেজিস্টার করেছেন। আর যাঁরা করেননি, তাঁরা এই পরিষেবা পেতে www.licindia.in পোর্টালে গিয়ে নিজের পলিসি রেজিস্টার করে নিতে পারেন।
কী ভাবে এলআইসি-র ‘হোয়াটসঅ্যাপ পরিষেবা’ পাবেন
যে গ্রাহকের পলিসি ইতিমধ্যেই পোর্টালে নিবন্ধিত রয়েছে, তাঁরা শুধুমাত্র নির্দিষ্ট নম্বরে ‘হাই’ পাঠিয়ে পরিষেবা পেতে পারেন। এর জন্য মোবাইল নম্বর 8976862090-তে একটি ‘হাই’ পাঠাতে হবে। এরপর চ্যাটবট ব্যবহারকারীকে বেছে নেওয়ার জন্য ১১টি অপশন দেবে। আপনি যে বিকল্পটি চান আপনাকে সমসাময়িক ক্রমিক নম্বর দিয়ে উত্তর দিতে হবে।
যে ১১টি অপশন পাওয়া যাবে-
১. প্রিমিয়াম বকেয়া
২. বোনাস তথ্য
৩. পলিসি স্ট্যাটাস
৪. ঋণের যোগ্যতার কোটেশন
৫. ঋণ পরিশোধের কোটেশন
৬. ঋণের সুদ বকেয়া
৭. প্রিমিয়াম জমার শংসাপত্র
৮. ইউলিপ – ইউনিটের স্টেটমেন্ট
৯. এলআইসি পরিষেবার লিঙ্ক
১০. পরিষেবাগুলি অপ্ট ইন/অপ্ট আউট
১১. কথোপকথনের সমাপ্তি
এলআইসি পোর্টালে কী ভাবে পলিসি রেজিস্টার করবেন
১. প্রথমেই www.licindia.in পোর্টালে যান, সেখানে “Customer Portal” অপশনে ক্লিক করুন
২. নতুন গ্রাহক হলে “New user”-এ ক্লিক করুন
৩. বিস্তারিত বিবরণ দিন
৪. নিজের ইউজার আইডি, পাসওয়ার্ড-সহ প্রয়োজনীয় বিবরণ দিন
৫. ওই ইউজার আইডি দিয়ে “e-Services”-এ গিয়ে নিজের পলিসি রেজিস্টার করার জন্য ফর্মটি পূরণ করুন
৬. ফর্মটি প্রিন্ট করুন, তাতে স্বাক্ষর করুন এবং ফর্মের স্ক্যান করা ছবি আপলোড করুন
৭. নিজের প্যান কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট স্ক্যান করে আপলোড করুন
৮. এলআইসি অফিসে যাচাইকরণের পরে, আপনাকে ই-মেইল এবং এসএমএস পাঠানো হবে। জানিয়ে দেওয়া হবে আপনি উ-পরিষেবা পেতে প্রস্তুত কি না
৯. সাবমিট বোতামে ক্লিক করুন
১০. আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বেছে নিয়ে সাবমিট করুন
১১. লগইন করুন এবং ‘Basic Services’-এ গিয়ে “Add Policy”-তে ক্লিক করুন
১২. আপনার সমস্ত পলিসি এখানেই এনরোল করুন
আরও পড়ুন: ই-রুপি কী? এর সুবিধা কী, অসুবিধাই বা কী?
খবর
ভাল কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধি, বিমা ক্ষেত্রে নয়া নিয়ম আনতে চায় কেন্দ্র
বেসরকারি বিমা (Insurance) সংস্থাগুলির সঙ্গে লড়াই করুক সরকারি বিমা (Insurance) সংস্থাগুলি, এমনটাই চাইছে কেন্দ্র। আর এই জন্য বেতন কাঠামোয় আমূল বদল আনতে চাইছে তারা।

বিবি ডেস্ক: বেসরকারি বিমা (Insurance) সংস্থাগুলির সঙ্গে লড়াই করুক সরকারি বিমা (Insurance) সংস্থাগুলি, এমনটাই চাইছে কেন্দ্র। আর এই জন্য বেতন কাঠামোয় আমূল বদল আনতে চাইছে তারা। অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা বিভাগ জানিয়ে দিল দেশের চারটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা (Insurance) সংস্থায় এ বার থেকে কাজের ভিত্তিতে কর্মীদের বেতন সংশোধন করা হবে। এই বিষয়ে ইউনিয়নকেও জানিয়ে দিয়েছে তারা।
কী বলছে কেন্দ্র
বর্তমান নিয়ম অনুযায়ী ২০১২ থেকে ২০১৭ সালের জন্য কর্মীদের বেতন ১২ শতাংশ হারে বাড়িয়েছে অর্থ মন্ত্রক। তার পরেই জানিয়েছে, আগামী দিনে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংস্থার আর্থিক-সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নতি এবং কর্মীদের কাজের মানের ভিত্তিতে নেওয়া হবে। তবে এতে প্রবল আপত্তি ইউনিয়নগুলির। তাদের দাবি, বেতন সংশোধনের নিয়ম বদলের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনে নামবে তারা।
কী পরিবর্তন হতে পারে
ঘোষিত বর্ধিত বেতন কার্যকর হবে নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স (New India Assurance), ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স (United India Insurance), ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স (The Oriental Insurance Company) এবং ন্যাশনাল ইনশিয়োরেন্সের (National Insurance Company) কর্মীদের ক্ষেত্রে। সেগুলির হোল্ডিং কোম্পানি এবং রাষ্ট্রায়ত্ত পুনর্বিমা সংস্থা জিআইসিআরইর (GICRI) কর্মীরাও সংশোধিত বেতনই পাবেন। সূত্রের দাবি, কেন্দ্র চায় রাষ্ট্রায়ত্ত বিমা ক্ষেত্রে বেসরকারি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিক। সেই লক্ষ্যেই বদলাচ্ছে বিধি। এতে কর্মীরা ভাল কাজ করতে উৎসাহ পাবেন। লোকসান হলে সম্ভব হবে খরচ কমানো।
যৌথ ভাবে দেশ জুড়ে আন্দোলন
প্রস্তাব কার্যকর হলে আর পাঁচ বছর অন্তর বেতন বদলাবে না। তা স্থির হবে প্রতি বছর, প্রতিটি সংস্থার আয় এবং সংশ্লিষ্ট কর্মীর কাজের মূল্যায়নের নিরিখে। সিদ্ধান্ত নেবে পরিচালন পর্ষদ। মঙ্গলবার সাধারণ বিমা কর্মীদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইনশিয়োরেন্স এমপ্লয়িজ়ের পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চান রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাগুলিতে কাজের ভিত্তিতে বেতন দিতে। কেন্দ্র উপদেষ্টা সংস্থা ইঅ্যান্ডওয়াই-কে দিয়ে সমীক্ষা চালানোর পরে সেই সিদ্ধান্ত নিতে চলেছে। তাঁর হুঁশিয়ারি, ‘‘এই প্রস্তাবের বিরুদ্ধে সাধারণ বিমা শিল্পের সমস্ত ইউনিয়ন যৌথ ভাবে দেশ জুড়ে আন্দোলনে নামবে।’’
আরও পড়ুন: স্বাস্থ্য বিমা করাবেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন
বিমা
স্বাস্থ্য বিমা করাবেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন
যে কোনো সময় যে কেউ অসুখে পড়তে পারেন। ফলে নিজেকে এবং নিজের পরিবারের চিকিৎসা সংক্রান্ত বিপর্যয় থেকে দূরে রাখতে স্বাস্থ্য বিমার ভূমিকা অনেক।

বিবি ডেস্ক: যে কোনো সময় যে কেউ অসুখে পড়তে পারেন। ফলে নিজেকে এবং নিজের পরিবারের চিকিৎসা সংক্রান্ত বিপর্যয় থেকে দূরে রাখতে স্বাস্থ্য বিমার (health insurance) ভূমিকা অনেক। তবে স্বাস্থ্য বিমা করানোর সময় প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক পলিসি নির্বাচন করাও একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়।
সঠিক বিচার-বিবেচনা না করে কেনা একটি স্বাস্থ্য বিমা জরুরি সময়ে পর্যাপ্ত নাও হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো হৃদরোগীর ক্ষেত্রে এমন একটি কভার বেছে নেওয়া দরকার, যা ব্যয়বহুল চিকিৎসা লাঘব করতে পারে। ফলে আমাদের প্রত্যেকেই বয়স, পরিবারের আকার, চিকিৎসা সংক্রান্ত ইতিহাস, স্বাস্থ্যের অবস্থা, জিনঘটিত গঠন ইত্যাদির দিকগুলি বিবেচনা করে সেই অনুযায়ী স্বাস্থ্য বিমা নির্বাচন করতে হবে।
স্বাস্থ্য বিমা করানোর সময় যে বিষয়গুলি মাথায় রাখা দরকার
স্বাস্থ্য বিমার পুনর্নবীকরণ
এই বিষয়টিই সব থেকে গুরুত্ব পূর্ণ। কিন্তু বহুক্ষেত্রেই অবহেলার শিকার হয়ে থাকে। কোনো বিষয় থেকে সাময়িক অনুপ্রাণিত হয়ে প্রথমবার স্বাস্থ্য বিমা করানো হল। কিন্তু নির্দিষ্ট সময়ে তার কভারেজ সীমা সমাপ্ত হয়ে যাওয়ার পর পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে অনেকেই অনিচ্ছা দেখান। বা গুরুত্বই দিতে চান না। কিন্তু প্রথম বারের প্রিমিয়াম থেকে যদি কোনো রকমের চিকিৎসা পরিষেবা না নেওয়ার প্রয়োজনও পড়ে, পরের বার তা লাগবে না, কে গ্যারান্টি দিতে পারে।
কভারেজের পরিমাণ বৃদ্ধি
একটি নির্দিষ্ট পরিমাণ কভারেজ পাওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে কেউ স্বাস্থ্য বিমা করালেন। কিন্তু মাথায় রাখতে হবে, দিনে দিনে কিন্তু সব কিছুরই কিন্তু মূল্য বৃদ্ধি ঘটছে। ফলে চিকিৎসার খরচেরও বৃদ্ধি ঘটে যাচ্ছে সমান তালে। সেই কথা মাথায় রেখেই স্বাস্থ্য বিমা পুনর্নবীকরণের সময় কভারেজের পরিমাণও বাড়াতে হবে। তা তে দেখা যাবে একটা নির্দিষ্ট অঙ্কের বাড়তি টাকা দিতে হচ্ছে।
সময়ের অপেক্ষা
আগে থেকে শরীরে বাসা বাঁধা কোনো রোগের জন্যই কেউ কেউ স্বাস্থ্য বিমা করানোর আগ্রহ দেখান। বছর তিন-চারেক তার কোনো রকম প্রভাব না দেখা গেলেই পলিসি বন্ধ করে দেওয়ার উদাহরণ রয়েছে অজস্র। এই ধরনের চিন্তাভাবনা খুবই নেতিবাচক।
বাংলা বিজ-এ আরও পড়ুন: মানসিক সমস্যায় কি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়?
যত দ্রুত সম্ভব
স্বাস্থ্য বিমা করানোর জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। ফলে যত দ্রুত সম্ভব এই বিমার আওতায় চলে আসা বুদ্ধিমানের কাজ। অনেকে আবার ব্যক্তিগত বিমায় আগ্রহ দেখান। কিন্তু প্রিমিয়ামের পরিমাণ সামান্য বেশি হলেও পারিবারিক ভাবে স্বাস্থ্য বিমার আওতায় আসা অনেক বেশি লাভজনক।
আরও পড়ুন: বেড়েই চলেছে দাম, পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা, আবাসনই কি বিনিয়োগের সেরা পছন্দ?
-
খবর3 months ago
আশঙ্কা বাড়িয়ে আইএমএফ, বিশ্ব ব্যাঙ্কের পর ভারতের আর্থিক বৃদ্ধি কমাল মুডিজও
-
ফিনান্স3 months ago
বিনিয়োগের তালিকায় কেন রাখতেই হবে আপৎকালীন তহবিল
-
বিমা4 months ago
স্বাস্থ্য বিমা করাবেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন
-
বিমা4 months ago
মানসিক সমস্যায় কি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়?
-
ফিনান্স3 months ago
বাড়িতে বসে কী ভাবে ইপিএফ ক্লেম স্ট্যাটাস জানবেন, রইল সহজ পদ্ধতি
-
বিজ্ঞান-প্রযুক্তি2 months ago
হোয়াটসঅ্যাপে এলআইসি পরিষেবা, জানুন কী ভাবে ব্যবহার করবেন
-
খবর5 months ago
SIP: সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এসআইপি
-
ফিনান্স5 months ago
বিকল্প আয়ের পথ খুঁজছেন? তা হলে এই ৫টি টিপসে চোখ বুলিয়ে নিন