বাংলা বিজ ডেস্ক: ৬০ বছরের বেশি এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সিদের জন্য সোমবার থেকে শুরু হয়েছে করোনা টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন। সকাল ৯টা থেকে কো-উইন২.০ সরকারি প্ল্যাটফর্মে ভ্যাকসিনের জন্য নিজের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে।
পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছে। যে সমস্ত নাগরিকের কাছে যথাযথ প্রমাণপত্র রয়েছে, তাঁরা দেশের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।
কারা নাম লেখাতে পারবেন?
১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৬০ বছরের বেশি সমস্ত নাগরিকই নাম নথিভুক্ত করতে পারবেন। অন্যদিকে ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সিরাও নাম লেখাতে পারবেন।
মনে রাখবেন, টিকাকরণের জন্য ২০ ধরনের কো-মর্বিডিটিকে নির্দিষ্ট করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যে বিষয়গুলি জানতে হবে
*প্রত্যেক ডোজের জন্য এক জন আবেদনকারীকে একবারই সময় দেওয়া হবে।
*অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ ওই নির্দিষ্ট দিনের বেলা ৩টে পর্যন্ত থাকবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ১ মার্চ এটা সকাল ৯টা থেকে বিকাল ৩টে পর্যন্ত খোলা থাকবে এবং স্লটের প্রাপ্যতার উপর নির্ভর করে আপনি এর আগে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
*তবে উদাহরণ হিসেবে এটাও বলা যেতে পারে, ভবিষ্যতে যে কোনো তারিখের জন্য টিকা স্লট প্রাপ্য হলে তার জন্যও একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করা যেতে পারে ১ মার্চ তারিখে।
*দ্বিতীয় ডোজের জন্য একই টিকাকরণ কেন্দ্রে প্রথম ডোজ নেওয়ার পর ২৯তম দিনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
*যদি আপনার প্রথম ডোজ নেওয়ার অ্যাপয়েন্ট বাতিল হয়ে যায়, তা হলে স্বয়ংক্রিয় ভাবে দ্বিতীয়টিও বাতিল হয়ে যাবে।
*ওয়াক-ইন ভ্যাকসিন রয়েছে। অর্থাৎ কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করা যাবে।
*যোগ্য আবেদনকারীরা কো-উইন২.০ পোর্টালে নিজের মোবাইল নম্বরের সাহায্যে নাম নথিভুক্ত করতে পারবেন।
*প্রত্যেক আবেদনকারীর নিজস্ব সচিত্র পরিচয়পত্র থাকতে হবে।
*বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে আধার কার্ড / লেটার, সচিত্র ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর স্মার্ট কার্ড বা ছবি-সহ পেনশন নথি।