বাংলা বিজ ডেস্ক: গত শুক্রবার, সপ্তাহের শেষ কেনাবেচার দিনে ২,১০০ পয়েন্টের পতন দেখেছিল ভারতীয় শেয়ার বাজারের অন্যতম সূচক সেনসেক্স। ধস নেমেছিল আরেক সূচক নিফটি ফিফটতেও। তবে সোমবার, সপ্তাহের শুরুর দিনে দুই সূচকেই উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়ল।
এ দিন সকালে বাজার খোলার শুরু থেকেই বাজারে বিনিয়োগের মৃদু প্রবণতা ধরে পড়ে। এইচডিএফসি, ইনফোসিসের মতো স্টকে ইতিবাচক ইঙ্গিত মিলতে শুরু করে। যথেষ্ট ইতিবাচক ফলাফল মিলল অটো সেক্টরেও। হিরো মোটোকর্প এ দিন উপরের দিকে গেল ৩.৭ শতাংশ আবার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দারর বৃদ্ধি ৩.৫ শতাংশ। অন্যান্য স্টকের মধ্যে উল্লেখযোগ্য পাওয়ার গ্রিড কর্পোরেশন (৩.৫ শতাংশ), ওএনজিসি (৩.৩ শতাংশ), টাইটান (২.৯ শতাংশ) ইত্যাদি। তবে সার্বিক ভাবে ইক্যুইটি মার্কেটে বিনিয়োগের হার এখন অনেকটাই নিস্তেজ।
এ দিন আগের দিনের ক্ষতের প্রলেপ সামান্য হলেও লাগল শেয়ার বাজারে। সেনসেক্স সর্বোচ্চ ৫০,০৫৮ পয়েন্টে পৌঁছে গিয়ে ৪৯,৮০০-র আশেপাশে থিতু হয়েছে। বৃদ্ধির হার প্রায় দেড় শতাংশের কাছাকাছি। আবার নিফটি এ দিন ফের ১৪,৮০০ ছুঁয়ে ফেলল।
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লি: + ১৯.৯৬ শতাংশ, এমএমটিসি লি: +১৯.৯৫ শতাংশ, দীপক ফার্টিলাইজার অ্যান্ড পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লি: +১৫.২৫ শতাংশ, এনবিসিসি (ইন্ডিয়া) লি: +১৪.০০ শতাংশ, জাস্ট ডায়াল লি: +১৩.৯৫ শতাংশ, দীপক নাইট্রেট লি: +১২.৬৯ শতাংশ।
নীচে নামা অন্যতম স্টকগুলি
ব্য়াঙ্ক অব মহারাষ্ট্র: -৩.৩২ শতাংশ, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া: – ৩.০৭ শতাংশ, ভারতীয় এয়ারটেল লি: -৪.৫৯ শতাংশ, টিউব ইনভেস্টমেন্ট অব ইন্ডিয়া লি: -৪.৩৩ শতাংশ এবং হিমাদ্রী স্পেশালিটি কেমিক্যাল লি: -১১.৪০ শতাংশ।
বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, আগের দিন বিশ্ববাজারের চাপ নিতে পারেনি ভারতের শেয়ার বাজার। আমেরিকার ওয়াল স্ট্রিট গত বৃহস্পতিবার যে পতন দেখেছিল, তারই বহির্প্রকাশ ঘটেছিল দালাল স্ট্রিটে। তবে এ দিন একাংশের বিনিয়োগকারী নতুন করে ভারতের শেয়ার বাজারের দিকে ফিরে তাকানোয় এই উল্লেখযোগ্য পরিবর্তন।
আরও পড়তে পারেন: শুক্রবার শেয়ার বাজারে ‘রক্তক্ষরণ’! কী কারণে?