আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে ভারতীয় শেয়ার বাজার থেকে বড়ো অঙ্কের বিনিয়োগ তুলে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-এর আগে এ দেশের শেয়ার বাজার নিয়ে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের।
পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে এখনও পর্যন্ত ১৭,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ডিপোজিটরির তথ্য অনুসারে, ২৭ জানুয়ারি পর্যন্ত শেষ ট্রেডিং সেশন পর্যন্ত বাজার থেকে মোট ১৭,০২৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলি। এর আগে, ডিসেম্বরে ১১,১১৯ কোটি টাকা এবং নভেম্বরে ৩৬,২৩৯ কোটি টাকা বিনিয়োগ করেছিল তারা। একই সময়ে, গত ২০২২ সালে বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মোট ১.২১ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় বাজেটের আগে ভারতীয় শেয়ার বাজার নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ করছে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলি। এরই মধ্যে বৈঠকে বসছে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নির্ধারক কমিটি। ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ওই বৈঠক।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই ইঙ্গিতই জোরালো হচ্ছে। যা নিয়ে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে।
তবে উল্লেখযোগ্য ভাবে, ভারতে শেয়ার বিক্রি করে চিন, হংকং, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের মতো সস্তা বাজারে দৃষ্টি দিচ্ছে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলি। জিরো কোভিড নীতির অবসানের পরে, চিনের বাজার আবার চাঙ্গা হচ্ছে। করোনা সংক্রমণের হারও আগের তুলনায় কমেছে। যে কারণে চিনা স্টক মার্কেট আবারও বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
আরও পড়ুন: বাজেটে স্বস্তি মধ্যবিত্তের! অর্থমন্ত্রীর ঝুলিতে থাকতে পারে হাসি ফোটানোর হরেক উপহার