শেষ তিন দিন ধরে লাগাতার পতনের পর শুক্রবার ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ারবাজার। বৃহস্পতিবারেও তীব্র পতনের মুখোমুখি হয়েছিল সেনসেক্স, নিফটি-র মতো মূল সূচকগুলি। তবে, আজ উত্থান দেখা গিয়েছে স্টক মার্কেটে। ফলে সপ্তাহের শেষ কেনাবেচার দিনে স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা।
শেয়ার বাজারে টালমাটাল পরিস্থিতির অন্যতম কারণ বিশ্ববাজারের আশঙ্কা। এক দিকে রয়েছে মার্কিন বন্ডের রেকর্ড ফলন, অন্য দিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা। তা সত্ত্বেও এ দিন বাজার ঘুরে দাঁড়ানোর ফলে কিছুটা স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা।
শুক্রবার সকাল থেকেই সেনসেক্স এবং নিফটি সবুজে যাত্রা শুরু করে। কেনাবেচার একটা সময় প্রায় ৭০০ পয়েন্টের কাছাকাছি বেড়ে যায় সেনসেক্স। পাশাপাশি, নিফটি-ও ফের পার হয়েছে ১৯ হাজারের গণ্ডি।
এমনকী, মিডক্যাপ এবং স্মলক্যাপের বৃদ্ধি দেখা যাচ্ছে। এই দুই সূচকের শক্তিশালী উত্থান বাজারকে উপরে উঠতে সহায়তা করছে। তবে, আজ বেলার দিকে মার্কেটে কিছুটা পতনের আশঙ্কা করছেন অনেকেই। কারণ সেই প্রফিট বুকিং। কয়েক দিন ধরেই অপেক্ষাকৃত কম দামে কেনা শেয়ার একটু উপরে বেচে দেওয়ার অপেক্ষায় ছিল বাজার। মার্কিন বন্ডের রেকর্ড ফলন, ইজরায়েল-হামাস সংঘাত ইত্যাদিকে সামনে রেখে সেই সুযোগটাও মিলে যাচ্ছে।
লাভদায়ী অন্যতম স্টক: কোল ইন্ডিয়া (২.৭৫%); এইচসিএল টেক (২.৪৯%); এনটিপিসি (২.৩৫%); বাজাজ অটো (২.৩৩%); আদানি এন্টারপ্রাইজ (২.৩৩%)
ক্ষতির মুখোমুখি অন্যতম স্টক: ডঃ রেড্ডি (-০.৫৯%); ইউপিএল (-০.৩৮%); এশিয়ান পেইন্টস (-০.৩৫%); আইটিসি (-০.১৮%)