Connect with us

খবর

মার্কিন ডলারের বিপরীতে ১৭ পয়সা কমল ভারতীয় রুপি, পতন শেয়ার বাজারেও

এ দিন মার্কিন মুদ্রা শক্তিশালী হয়ে ওঠায় টাকার দাম ঠেকল ৮২.৭৫। অন্য দিকে, শেয়ার বাজারের অন্যতম সূচক সেনসেক্স, নিফটিতেও এ দিন অস্থিরতা অব্যাহত।

Published

on

সোমবার, সাপ্তাহিক কেনাবেচার প্রথম দিনে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমল ১৭ পয়সা। এ দিন মার্কিন মুদ্রা শক্তিশালী হয়ে ওঠায় টাকার দাম ঠেকল ৮২.৭৫। অন্য দিকে, শেয়ার বাজারের অন্যতম সূচক সেনসেক্স, নিফটিতেও এ দিন অস্থিরতা অব্যাহত।

বিদেশি মুদ্রার ব্যবসায়ীরা বলছেন, এ দিন টাকার দামে পতনের অন্যতম কারণ অপরিশোধিত তেলের দাম। যা বিনিয়োগকারীদের মনোভাবকে দুর্বল করেছে। আজ, এক সময় ডলারের নিরিখে টাকার দাম অতিসামান্য বেড়ে হয়েছিল ৮২.৬৮। তবে বাজার বন্ধের সময় তা ১৭ পয়সা নেমে আসে। উল্লেখযোগ্য ভাবে শুক্রবার ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৮২.৫৮।

ঘরোয়া ইক্যুইটি বাজারে ৩০ স্টকের সেনসেক্স আড়াইশো পয়েন্ট নেমে ৬০,৪৩১-এ বন্ধ হয়েছে। অন্য দিকে, নিফটি ৮৫.৬০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ পিছিয়ে এসে বন্ধ হয়েছে ১৭,৭৭০-এ।

সেনসেক্স প্যাকের মধ্যে সবচেয়ে বেশি হারে, ২.৮৩ শতাংশ কমেছে এসবিআই। তারপরে রয়েছে ইনফোসিস, টিসিএস, বাজাজ ফাইন্যান্স, টেক মাহিন্দ্রা, উইপ্রো এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। উল্টো দিকে, টাইটান, এলঅ্যান্ডটি, এনটিপিসি, পাওয়ার গ্রিড, সান ফার্মা, আইটিসি এবং এইচডিএফসি-র দুই শেয়ার লাভবানদের মধ্যে অন্যতম।

তবে শুধু ভারতীয় স্টক মার্কেটের সূচকগুলি নয়, এশিয়ার অন্য কিছু দেশ, যেমন টোকিও, হংকং এবং সিউলের বাজারগুলিও লাল রঙে বন্ধ হয়েছে, যেখানে মাথা উঁচু রাখতে সক্ষম হয়েছে সাংহাই। শুক্রবার মার্কিন এক্সচেঞ্জগুলিতে লাভের মুখই দেখেছিলেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: বাড়ছে লোকসানের বহর, ২২৫টি ছোট শহর থেকে ব্যবসা গোটাল জোম্যাটো

Advertisement