সেনসেক্স ৭৩ হাজারের উপরে, এই প্রথম ২২ হাজার পার করল নিফটি

Bombay Stock Exchange

টানা পঞ্চমদিনে ঊর্ধ্বমুখী গতি অব্যাহত ভারতীয় শেয়ার বাজারের অন্যতম সূচকগুলির। মঙ্গলবার রেকর্ড গড়ে নিফটি ফিফটি পৌঁছে গেল সর্বকালীন সর্বোচ্চ উচ্চতায়।

এ দিন কেনাবেচার শুরুতে চাপের মুখে পড়েছিল শেয়ার বাজার। তবে কিছুক্ষণের মধ্যেই গত কয়েক দিনের মেজাজেই ফিরে আসে। মূলত আর্থিক ক্ষেত্রের স্টকগুলির কাঁধে ভর দিয়েই রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় নিফটি।

বিশ্লেষকদের মতে, শক্তিশালী দেশীয় তহবিল প্রবাহ এবং ধারাবাহিক কেনাকাটা বাজারকে শক্তিশালী করেছে, বিশ্বব্যাপী সংকেত কম হওয়া সত্ত্বেও নিফটি ফিফটি-কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা স্মল এবং মিড ক্যাপ স্ট‌কগুলিতে পতন দেখা গিয়েছে এ দিনও।

এ দিন সেনসেক্স ০.৪৮ শতাংশ বেড়ে ৭৩,০৫৭.৪০-এ বন্ধ হয়েছে। অন্য দিকে, নিফটি ফিফটি প্রথমবারের মতো ২২ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। এ দিনের কেনাবেচার একটা সময় ২২,২১৫.৬০-এর তাজা রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় ৫০ স্টকের সূচক। নিফটি ফিফটি অবশেষে ৭৫ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে ২২,১৯৬.৯৫এ বন্ধ হয়েছে।

নিফটির ৫০টি স্টকের মধ্যে সবুজ রঙে বন্ধ হয়েছে ২৭টি এবং ২২টি স্টক নিম্নে শেষ হয়েছে। পাওয়ার গ্রিড কর্পোরেশনের শেয়ার (৪.৩৬ শতাংশ বৃদ্ধি), এইচডিএফসি ব্যাঙ্ক (২.৫৩ শতাংশ) এবং অ্যাক্সিস ব্যাঙ্ক (২.২৭ শতাংশ) শীর্ষ লাভকারী হিসাবে বন্ধ হয়েছে। অন্য দিকে, পিছিয়ে থাকা স্টক হিরো মোটো কর্প (৩.৮৫ শতাংশ কম), বাজাজ অটো (২.৫৮ শতাংশ নীচে) এবং আইশার মোটরস (১.৮৭ শতাংশ নীচে) সবচেয়ে ক্ষতিগ্রস্থ স্টক হিসাবে বন্ধ হয়েছে।

আরও পড়ুন: বিনিয়োগ ঊর্ধ্বমুখী! কী এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.