সেনসেক্সের শীর্ষ দশে থাকা পাঁচটি সংস্থার বাজার মূলধনে বড়ো পতন
সেনসেক্সের শীর্ষ ১০টি সংস্থার মধ্যে পাঁচটির বাজার মূলধন (market-capital)-র বড়োসড়ো পতন। গত সপ্তাহে সমষ্টিগত ভাবে ওই পাঁচটি সংস্থার বাজার মূলধন কমেছে ৮৬,৪৪৭.১২ কোটি টাকা। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে, ৪৬২.৮ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ খুইয়েছে ৩০ শেয়ারের সূচক বিএসই সেনসেক্স।
শেয়ার মার্কেটের পরিসংখ্যান বলছে, বাজার মূলধন কমেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস এবং এসবিআই-এর। অন্য দিকে, মূলধন বৃদ্ধি পেয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এইচডিএফসি এবং ভারতী এয়ারটেলের।
কোন সংস্থার বাজার মূলধন কতটা কমেছে (বন্ধনীতে বর্তমান বাজার মূলধন)
ইনফোসিস- ২৫,২১৭.২ কোটি (৫,৭২,৬৮৭.৯৭ কোটি)
এসবিআই-২১,০৬২.০৮ কোটি (৪,৫১,২২৮.৩৮ কোটি)
টিসিএস- ২১,০৩৯.৫৫ কোটি (১১,৪২,১৫...