বিবি ডেস্ক: ফের একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো দেশের এসবিআই। এই নিয়ে চলতি আগস্ট মাসে দ্বিতীয়বার সুদের হার কমালো দেশের বৃত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক।
শুক্রবার এসবিআই জানিয়েছে, আগামী ২৬ আগস্ট থেকে এই পরিবর্তিত সুদের হার কার্যকর হবে। সমস্ত মেয়াদের আমনতের উপর ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হচ্ছে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
একনজরে দেখে দেখে নিন সুদের হার (২কোটি টাকার নীচে)
৭-৪৫ দিন- ৪.৫০%
৪৬-১৭৯ দিন- ৫.৫০%
১৮০-২১০ দিন-৬.০০%
২১১ দিন থেকে ১ বছরের কম- ৬.০০%
১ বছর থেকে ২ বছরের কম- ৬.৭০%
২ বছর থেকে ৩ বছরের কম- ৬.৫০%
৩ বছর থেকে ৫ বছরের কম- ৬.২৫%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.২৫%
প্রবীণ নাগরিকদের জন্য এসবিআইয়ের সুদের হার (২কোটি টাকার নীচে)
৭-৪৫ দিন- ৫.০০%
৪৬-১৭৯ দিন- ৬.০০%
১৮০-২১০ দিন-৬.৫০%
২১১ দিন থেকে ১ বছরের কম- ৬.৫০%
১ বছর থেকে ২ বছরের কম- ৭.২০%
২ বছর থেকে ৩ বছরের কম- ৭.০০%
৩ বছর থেকে ৫ বছরের কম- ৬.৭৫%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.৭৫%
আরও পড়ুন : ডেবিট কার্ড তুলে দিতে চলেছে এসবিআই, জেনে নিন এটিএম থেকে টাকা তোলার সহজ উপায়