বিবি ডেস্ক: ভারতের খুচরো মূল্যস্ফীতি এক বছর আগের তুলনায় সেপ্টেম্বরে পৌঁছে গেল ৭.৪১ শতাংশে। যা গত এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।
বৃদ্ধির অর্ধেক অংশ জুড়ে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূখী মূল্য
উচ্চ হারে খাদ্য ও জ্বালানি খরচের জেরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সহনশীলতা মাত্রা ২-৬ শতাংশের উপর দিয়ে যাচ্ছে খুচরো মুল্যস্ফীতি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের (NSO) প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক-ভিত্তিক মূল্যস্ফীতি (CPI) এক বছর আগের তুলনায় ৭.৪১ শতাংশে বেড়েছে, যা আগস্টে ছিল ৭ শতাংশ।
সিপিআই বৃদ্ধির অর্ধেক অংশ জুড়ে রয়েছে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূখী মূল্য। গম, চাল এবং ডালের মতো প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। যা ইতিমধ্যেই বিস্তৃত ভাবে গৃহস্থালির বাজেট আরও চাপের সৃষ্টি করেছে। অন্য মতে, শস্য এবং শাকসবজির মতো মৌলিক পণ্যের দাম, গত দু’বছরে বদলে যাওয়া বৃষ্টিপাতের ধরন এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে সরবরাহের ধাক্কার কারণে বেড়েছে।
যে অংশে মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি
ইতিমধ্যেই কোভিড-১৯ মহামারি-সম্পর্কিত অর্থনৈতিক ধাক্কায় ভুগছে ভারতের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণি। তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ খাবারের জন্য ব্যয় করার কারণে এই বৃদ্ধির কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত। খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে গৃহস্থালির বাজেটও গুরুতর ভাবে প্রভাবিত হচ্ছে।
আবারও কি সুদের হার বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক
খুচরো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে পারে আরবিআই। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় ব্যাঙ্ককে আরও আক্রমণাত্মক ভাবে কাজ করতে হবে এবং পশ্চিমের প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতির পথ দেখাতে হবে। মন্দা-সহ যে কোনো মূল্যে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করছে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্ক।
মুদ্রানীতি তৈরি করতে প্রধানত খুচরো মুদ্রাস্ফীতির দিকে নজর দেয় আরবিআই। খুচরো বাজারে গত কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন ভাবে দাম বাড়ছে পণ্যের। সেই মূল্যবৃদ্ধিতে রাশ টানতেই রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। চলতি বছরের মে মাস থেকেই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি (MPC) রেপো রেট বৃদ্ধি করছে। তার পর থেকে সবমিলিয়ে ১৯০ বিপিএস রেপো রেট বাড়িয়েছে আরবিআই। মূল্যবৃদ্ধি, আর্থিক মন্দার সঙ্গে তাল মিলিয়ে চলতেই শেষবার, গত ৩০ সেপ্টেম্বর রেপো রেট ৫০ বেসিস বাড়ানো হয়েছে। এর ফলে আরবিআইয়ের রেপো রেট বেড়ে ৫.৯০ শতাংশে পৌঁছেছে।
আরও পড়ুন: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্কিম, জানুন কী কী সুবিধা পাবেন