খুচরো মূল্যস্ফীতি বেড়ে ৭.৪১ শতাংশ, আবারও কি সুদের হার বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক
বিবি ডেস্ক: ভারতের খুচরো মূল্যস্ফীতি এক বছর আগের তুলনায় সেপ্টেম্বরে পৌঁছে গেল ৭.৪১ শতাংশে। যা গত এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।
বৃদ্ধির অর্ধেক অংশ জুড়ে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূখী মূল্য
উচ্চ হারে খাদ্য ও জ্বালানি খরচের জেরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সহনশীলতা মাত্রা ২-৬ শতাংশের উপর দিয়ে যাচ্ছে খুচরো মুল্যস্ফীতি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের (NSO) প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক-ভিত্তিক মূল্যস্ফীতি (CPI) এক বছর আগের তুলনায় ৭.৪১ শতাংশে বেড়েছে, যা আগস্টে ছিল ৭ শতাংশ।
সিপিআই বৃদ্ধির অর্ধেক অংশ জুড়ে রয়েছে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমূখী মূল্য। গম, চাল এবং ডালের মতো প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। যা ইতিমধ্যেই বিস্তৃত ভাবে গৃহস্থালির বাজেট আরও চাপের সৃষ্টি করেছে। অন্য মতে, শস্য এবং শাকসবজির মতো মৌলিক পণ্যের দাম, গত দু'বছরে বদলে যাওয়া বৃষ্টিপাতের ধরন এবং ইউক্রে...