ডিসেম্বরের মধ্যে কমবে খুচরো মূল্যবৃদ্ধি, দাবি কেন্দ্রীয় অর্থসচিবের

veg market 1

ভারতে খুচরো মুদ্রাস্ফীতি ডিসেম্বরের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর নেপথ্যে রয়েছে অনুকূল মরশুমি কারণগুলির সক্রিয়তা। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমানাথন।

গত আগস্টে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সহনশীলতার মাত্রা, ২-৬ শতাংশের উপরে ছিল খুচরো মুদ্রাস্ফীতি। টানা দ্বিতীয় মাসে এই প্রবণতা স্থির হয়েছিল। তবে জুলাই মাসের চেয়ে আগস্টে এটি ৭.৪৪ শতাংশে থিতু হওয়ায় শেষ ১৫ মাসের সর্বোচ্চ হ্রাসের সাক্ষীও থেকেছে।

সোমানাথন বলেন, মুদ্রাস্ফীতির হারে ইচিবাচক প্রভাব পেলে এমন মরশুমি কারণগুলি সক্রিয় হতে শুরু করেছে। তাই ডিসেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি হ্রাসের সম্ভাবনা অনেকটাই বেশি।

এমনিতে মুদ্রাস্ফীতির প্রধান চালক হয়ে উঠেছে খাদ্যপণ্যের দামে তীব্র বৃদ্ধি। কারণ, অনিয়মিত আবহাওয়ার কারণে শাকসবজি, দুধ এবং খাদ্যশস্যের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাঙ্কের পূর্বাভাস, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধি ৫.৭ শতাংশে নেমে যেতে পারে। যা ২০২৪ আর্থিক বছরে আরও নেমে ৫.৪ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে।

গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, ‘সেপ্টেম্বর থেকে (খুচরো) মুদ্রাস্ফীতি কমতে শুরু করবে বলে আশা করছি আমরা। যদিও আগস্টের খুচরো মুদ্রাস্ফীতি অনেকটা বেশি হবে। তবে আমরা আশা করছি যে সেপ্টেম্বর থেকে মুদ্রাস্ফীতি কমতে শুরু করবে।’

সংশ্লিষ্ট মহলের মতে, মূলত আনাজপাতির দাম নিয়ন্ত্রণ এবং মূল মুদ্রাস্ফীতির বিষয়গুলি কিছুটা রেহাই দেওয়ার কারণে আগস্টে মুদ্রাস্ফীতি কমেছে। যা ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি সংক্রান্ত কমিটিকে কিছুটা স্বস্তি দিয়েছিল। তবে আগামী দিনে ডাল, তেলের দামের উপর কড়া নজর রাখতে হবে।

আরও পড়ুন: সোনা-রুপোর দামে ব্যাপক পতন! ৯০০ টাকা কমল সোনা, প্রায় ৩ হাজার টাকা রুপোয়

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.