বিবি ডেস্ক : রাজ্যগুলিতে লকডাউন শিথিল হতেই বাড়ল জিএসি (GST) আদায়। জুলাই মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ সংগ্রহ হয়েছে ১.১৬ কোটি টাকা। যা গত বছরের একই মাসের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
রবিবার এই হিসাব পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ,১৬,৩৯৩ কোটি টাকা।
এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি (GST) রয়েছে ২২,১৯৭ কোটি টাকা এবং রাজ্য জিএসটির অংশ ২৮,৫৪১ কোটি টাকা। ইন্টিগ্রেটেড জিএসটির পরিমাণ ৫৭,৮৬৪ কোটি টাকা।
এর মধ্যে জুলাই মাসে পণ্য আমদানি থেকে আদায় হয়েছে ২৭,৯০০ কোটি টাকা। সেসের পরিমাণ ৭,৭৯০ কোটি টাকা। শুল্ক হিসাবে আদায় হয়েছে ৮১৫ কোটি টাকা।
গত বছুর জুলাই মাসে জিএসটি বাবদ আদায় হয়েছিল ৮৭,৪২২ কোটি টাকা। চলতি বছর জুনে আদায় হয়েছিল ৯১২,৮৪৯ কোটি টাকা।
অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে একাধিক রাজ্য লকডাউন ঘোষণা করা হয়। এর ফলে ধাক্কা খায় ব্যবসা-বাণিজ্য। এর জন্য মে মাসে জিএসটি রির্টান দাখিলের ক্ষেত্রে করদাতাদের সুদে ছাড়ও দেওয়া হয়। এর প্রভাব পড়ে জুন মাসের জিএসটি আদায়ে।
জুলাইয়ে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে জানিয়ে অর্থমন্ত্রক। এর ফলে জিএসটি আদায়ও তুলানমূলক ভাবে বেড়েছে।
আরও পড়ুন : ৩১ আগস্ট পর্যন্ত এসবিআই Home Loan -এ প্রসেসিং ফি ছাড়