বিবি ডেস্ক : পোর্ট, এয়ারপোর্ট, বিদ্যুৎ, গ্যাস সরবরাহের পর এবার পেট্রোকেমিক্যাল ব্যবসায় ঢুকে পড়ল আদানি গ্রুপ।
গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ জুলাই থেকে আদানি পেট্রোকেমিক্যাল লিমিটেড (APL) কাজ শুরু করেছে।
গুজরাতে সংস্থাটি কোম্পনি হিসাবে নথিভুক্ত হয়েছে। আগামী দিনে সংস্থাটি তেল সংশোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, হাইড্রোজেন এবং সংশ্লিষ্ট রাসায়নিকের প্ল্যান্ট বসাবে।
বর্তমানে দেশে পেট্রোকেমিক্যাল ব্যবসায় বেসরকারি সংস্থা হিসাবে একচ্ছত্র স্থান অধিকার করে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। কিছুদিন আগেই সংস্থার সাধারণ সভা RIL চেয়ারম্যান মুকেশ অম্বানি ঘোষণা করেন পরিবেশ-বান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আগামী ৩ বছরে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।
এই ব্যবসায় ইতিমধ্যেই রয়েছে আদানি গ্রুপ। আদানি গ্রিন এনার্জি লিমিটেডের চেয়ারম্যান গৌতম আদানি গত মাসে সংস্থার শেয়ার হোল্ডারদের জানান, চার বছরের লক্ষ্যমাত্রায় পৌঁছনোর আগেই তারা ২৫ গিগাওয়াট পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছেন।