বিবি ডেস্ক: আজ বুধবার যে স্টকগুলি নজরে থাকবে :
আরআইএল : ভোডাফোন-এয়ারটেলের পর রিলায়েন্স জিও জানিয়েছে ডিসেম্বর থেকে তারও মাসুল বাড়াবে।
ইয়েস ব্যাঙ্ক : আরবিআই জানিয়ে মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাঙ্কের ৩,২৭৭ কোটি টাকা তামাদি হয়ে যাওয়া ঋণ রয়েছে। যদিও ব্যাঙ্ক জানিয়েছে এই ঋণ ৯৭৮ কোটি টাকা। তামাদি হয়ে যাওয়া ঋণের পরিমাণ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
ইনফোসিস : এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা এই প্রথম দ্বিতীয় দফায় শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছে।
ভারতী এয়ারটেল : সোমবার মাসুল বৃদ্ধির কথা ঘোষণা করার পর দাম বড়েছে এয়ারটেলের শেয়ারের। আজ কী হয় সেদিকে নজর থাকবে।
এনবিএফসি স্টক : কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছে, আরবিআই এখন থেকে খেলাপি মামলায় কমপক্ষে ৫০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে এমন নন-ব্যাঙ্কিং সংস্থার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে।
উইপ্রো : এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, তা সহযোগী সংস্থা অ্যাপিরিও হাত মিলিয়েছে সফ্টওয়্যার সংস্থা মুলেসফ্টের সঙ্গে হাত মিলিয়েছে।
সেন্ট্রাল ব্যাঙ্ক : অর্থবর্ষের শেষে মার্চ ২০১৯-এ ব্যাঙ্কে নিট লোকসান বেড়েছে ৬,৪৩০ কোটি চাকা।
এছাড়া আরও যে শেয়ারগুলি নজরে থাকবে সেগুলি হল:
টিসিএস, রিলায়েন্স ক্যাপিটেল,এলাহাবাদ ব্যাঙ্ক।